X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা রাবি ছাত্রলীগের

রাবি প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৫:১৩আপডেট : ২৯ মে ২০২২, ১৫:১৩

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায়ে রাখতে ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওপর ছাত্রদলের ‘হামলা’র প্রতিবাদে রবিবার (২৯ মে) দুপুর ১২টায় রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন।

রাবি ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন বলেন, ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে, ঠিক সেই সময় ছাত্রদলের গুন্ডাবাহিনী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে। তবে তারা যদি অরাজকতা করতে চায়, তাহলে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানে নৈরাজ্য করছে। কিন্তু আমরা তাদের এ উদ্দেশ্য সফল হতে দেবো না।’

সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু বলেন, ‘করোনা মহামারি শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশ যখন উন্নয়নের রাস্তায়, তখনই অছাত্র ছাত্রদল অরাজক পরিবেশ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই যেখানেই ছাত্র নামধারী এই অছাত্রদের পাওয়া যাবে সেখানেই সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলবে। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।’

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘যাদের ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে। এসব অছাত্ররা যখন ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা তখন ভয়ে আতঙ্কিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের ক্যাডাররা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণপিটুনি দিয়ে ক্যাম্পাস থেকে বিতারিত করেন। একাত্তরের পরাজিত শক্তি যাদের জনপ্রিয়তা ও ছাত্রত্ব নেই, তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।’

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব প্রমুখ।

/এসএই্চ/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা