X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ ও বহিরাগতদের সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ মে ২০২২, ০৯:৫১আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৬:৫৪

মানববন্ধনে লাইন সোজা করাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

রবিবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদল নেতাকর্মীদের ‘হামলা’র প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে। 

জানা গেছে, মানববন্ধনের লাইন সোজা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের অনুসারী এক কর্মীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন অন্য গ্রুপের আরেক ছাত্রলীগকর্মী ফাহিম। বিষয়টি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মধ্যস্থতায় মীমাংসা হওয়ার পরও ফাহিম এলাকা থেকে অর্ধশতাধিক বহিরাগত নিয়ে এসে হামলা চালায়। 

পরে হলের শিক্ষার্থীরা খবর পেয়ে বহিরাগতদের ধাওয়া দিলে রিয়াদ নামের এক বহিরাগত আহত হন এবং রিয়ন নামের এক বহিরাগতকে হলে নিয়ে আটক করে প্রক্টরিয়াল বডিকে খবর দেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাজ্জাদের মাথা ফেটে গেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মহিবুর রহমান প্রান্ত, নাট্যকলা বিভাগের হিমেল, পপুলেশন সায়েন্স বিভাগের হৃদয়, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ফারাবি ও  চারুকলা বিভাগের শুভ আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাহিম দেশীয় অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। পরে হলের শিক্ষার্থীরা খবর পেয়ে বহিরাগতদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে কেটে দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের ফোন বন্ধ পাওয়া যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার প্রধান জানান, বিকালে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গিয়ে রিয়ন নামে একজন বহিরাগতকে আটক করা হয়েচে। তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এসএইচ/
সম্পর্কিত
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় বিক্ষোভের ডাক, হরতাল-অবরোধের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা