X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই

জবি প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৮:৫৬আপডেট : ৩১ মে ২০২২, ১৮:৫৬

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে। এবার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা।

সোমবার (৩০ মে) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আবেদন ফি গতবার ১ হাজার ২০০ টাকা ছিল, যেহেতু দ্রবমূল্যে বেড়েছে তাই এবার দেড় হাজার টাকা করা হয়েছে। গতবার শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হয়েছে, এবার আর দ্বিতীয় ধাপে আবেদন করার দরকার হবে না। পরীক্ষা ও ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। এবার ভর্তি ফি একবারই প্রদান করবেন শিক্ষার্থীরা। যেখানে সর্বশেষ ভর্তি হবে সেখানেই ভর্তির টাকা দিতে হবে।

এছাড়া ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরে পাস মার্ক নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে বলেও জানান তিনি।

কোয়ালিফাই নম্বরের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এবার যোগ্য শিক্ষার্থী পাওয়ার জন্য মিনিমাম কোয়ালিফাই নম্বর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীর মেরিট পজিশন অনুসারে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের শর্ত অনুযায়ী ভর্তি হতে হবে। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয় এবার একসঙ্গে ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ করবো। আশা করছি শিক্ষার্থীদের কোনও ভোগান্তি থাকবে না।’

/এসএইচ/
সম্পর্কিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ জুলাই
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি