X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাবির চিকিৎসা কেন্দ্রে নার্সকে যৌন হয়রানির অভিযোগ

জাবি প্রতিনিধি 
০৪ জুন ২০২২, ১৫:৩২আপডেট : ০৪ জুন ২০২২, ১৬:৪৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে এক শিক্ষার্থীর বিরুদ্ধে নার্সকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নার্স।

অভিযোগপত্রে ওই নার্স বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থী ইনজেকশন দেওয়ার সময় আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় আমি চিৎকার করলে সহকর্মীরা ডিউটি রুমে এসে উপস্থিত হয়। তখন ওই শিক্ষার্থী সরে দাঁড়ান। এ ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার ওপর সংঘটিত এই যৌন হয়রানির সুষ্ঠু বিচার কামনা করছি।’

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসা কেন্দ্রের ফটকে তালা দেন কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির সদস্যরা। ফলে সকাল সাড়ে ৯টা থেকে ১২ টা পর্যন্ত জাবি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ ছিল। পরে প্রশাসনের অনুরোধে এবঙ সেবা নিতে আসা রোগীদের কথা বিবেচনা করে তালা খুলে দেওয়া হয়।

জাবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার বলেন, ‘আমাদের এক সহকর্মী চিকিৎসা কেন্দ্রে কর্মরত অবস্থায় লাঞ্ছিত ও অপমানিত হয়। আমরা এর দ্রুত বিচার দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে বিচার না করা হলে আমরা প্রশাসনিক ভবনে তালা দেবো।’

এদিকে অভিযুক্তের সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ। গত বৃহস্পতিবার হলের কক্ষে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

শহীদ সালাম-বরকত হলের ওয়ার্ডেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুল মোর্শেদ বলেন, ‘ওই শিক্ষার্থী তার রুমে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে বন্ধুরা জানিয়েছে। পরে তাকে হল অফিসে ডেকে কাউন্সিলিংয়ের চেষ্টা করি। তখন মনে হয়েছিল, সে বুঝতে পেরেছে। এখন চিকিৎসক দিয়ে পরীক্ষা করালে বুঝতে পারবো সে মানসিক ভারসাম্যহীন কিনা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটা দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে ফরওয়ার্ড করা হবে। সেল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

কর্মচারীদের আলটিমেটামের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা যেহেতু সেনসিটিভ, আমি আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মচারীদের বেঁধে দেওয়া আলটিমেটামের আগেই সিদ্ধান্ত নেবেন।’

/এসএইচ/
সম্পর্কিত
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
এবার শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে জাবি শিক্ষার্থীর যৌন হয়রানির পোস্ট
‘বিশ্ববিদ্যালয় জীবনে ৭৬ শতাংশ ছাত্রী যৌন হয়রানির শিকার হয়’
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা