X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি 
১৫ জুন ২০২২, ১৫:৪৬আপডেট : ১৫ জুন ২০২২, ১৫:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রাথমিকভাবে মনোনীত ভর্তিচ্ছুরা দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন শুরু করেছেন। চূড়ান্তভাবে প্রতি ইউনিটের জন্য এক হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের।

আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত পর্যায়ের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ-এর ভিত্তিক ‘এ’ ইউনিট (মানবিক), ‘বি’ ইউনিট (ব্যবসা) ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ভর্তিচ্ছুদের নির্বাচিত করা হয়েছে। ‘এ’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫৭ ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে জিপিএ ৪.৯২ পর্যন্ত নেওয়া হয়েছে। আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কোনও ইউনিটে জিপিএ-৫ এর নিচে কাউকে মনোনীত করা হয়নি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বি’ ইউনিটে (ব্যবসায় অনুষদে) বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ-৫ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫৮ নেওয়া হয়েছে। এই ইউনিটে বাণিজ্য বিভাগের সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটে সকল বিভাগের যারা জিপিএ-৫ পেয়েছেন, শুধু তারাই চূড়ান্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রাথমিক আবেদনে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে বুধবার দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২১ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এছাড়া প্রতি ইউনিটে শিক্ষার্থী সংখ্যা ৭২ হাজার পূর্ণ না হলে দ্বিতীয় পর্যায়ে নতুন তালিকা প্রকাশ করা হবে। তালিকায় থাকা শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ২টা থেকে ২৫ জুন সন্ধ্যা ৬ টার মধ্যে আবেদন করতে হবে। এ পর্যায়েও শিক্ষার্থী সংখ্যা অপূর্ণ থাকলে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। তারা আগামী ২৬ জুন দুপুর ২টা হতে ২৮ জুন রাত ১২টার মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। আগামী ২৫ জুলাই থেকে ২৭ জুলাই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
প্রকৌশলীদের গাফিলতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদে ধস
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া