X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রাবির হলে তালা, বৈঠক করেও সিদ্ধান্তে আসতে পারেননি প্রভোস্টরা

রাবি প্রতিনিধি
১৯ জুন ২০২২, ২২:২০আপডেট : ১৯ জুন ২০২২, ২২:২০

ছাত্রলীগ নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তালা দেওয়ার ঘটনায় বৈঠক করলেও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি হল প্রভোস্টরা। তবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করবেন তারা। এ ছাড়া এই ঘটনায় সোমবার (২০ জুন) বিকালে বৈঠকে বসবেন হল প্রধানেরা। রবিবার (১৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক হল প্রাধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করা শর্তে এক হলের প্রাধ্যক্ষ বলেন, ‘হলের সিট সংক্রান্ত বিষয়ে ছাত্রদের প্রায় প্রত্যেকটি হলের প্রাধ্যক্ষই কথা বলেছেন। মিটিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে আলোচনা হয়েছে। সব কিছু বিবেচনা এখনই কোনও কঠোর পদক্ষেপ নিতে চান না তারা। তবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার যাতে ক্ষুণ্ন না হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার বিষয়টি আলোচনা হয়েছে।’

আরেক হলের প্রাধ্যক্ষ বলেন, ‘মিটিংয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ গেটে তালা লাগানোর বিষয়টি তোলেন। তিনি বৈঠকে বলেন, যে শিক্ষার্থী হলের গেটে তালা দিয়েছিল সে অনাবাসিক। তাকে যদি হল থেকে বের করা না হয় তবে এভাবে প্রভোস্টের দায়িত্ব পালন করতে চান না। বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে না পারায়, আগামীকাল সোমবার বিকালে সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষরা ফের বৈঠক বসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কের সঙ্গে কথা বলেন।’

এ বিষয়ে সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘বৈঠকের বিষয়ে কিছু জানতে হলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কের সঙ্গে কথা বলেন।’

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, ‘আমরা নির্দিষ্ট করে সিট নিয়ে আলোচনা করিনি। তবে হলগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যেসব হলগুলোতে সমস্যা হচ্ছে, আমরা প্রাধ্যক্ষরা ওইসব হলগুলোতে যাবো।’ সোহরাওয়ার্দী হলের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে শফিউল্লাহ নামে এক অনাবাসিক শিক্ষার্থীকে নামিয়ে দেন হল প্রাধ্যক্ষ। তার সিটে রাকিবুল নামে আবাসিক শিক্ষার্থীকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হল গেটে তালা লাগিয়েছেন হল শাখা ছাত্রলীগের এক নেতা। তার নাম শামীম ওসমান। তিনি হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি