জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ছাত্রলীগ। শুক্রবার (১ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, ‘রবিবার ওয়ারিতে অবস্থিত জবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম হলের কাছে রাষ্ট্রপতির ছেলের গাড়ির চালককে মারধর করা হয়। এই ঘটনায় আপাতত ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
এদিকে, রাষ্ট্রপতির ছেলের গাড়ির চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত কৌশিক সরকার সাম্যসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে। সাম্য বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, মারধরের শিকার ওই ব্যক্তি রাষ্ট্রপতির ছেলে রিয়াদ আহমেদ তুষারের গাড়ির ড্রাইভার। রবিবার ওয়ারিতে জবির ওই হলের কাছে ড্রাইভার অভিযুক্ত ছাত্রকে সাইড দিতে বললে ঘটনার সূত্রপাত হয়। অভিযুক্ত শিক্ষার্থী ড্রাইভারকে মারধর করেন। পরে সৈয়দ নজরুল ইসলাম হলে ধরে নিয়ে কয়েকজন মিলে আরেক দফায় তাকে মারধর করা হয়।
অভিযুক্ত কৌশিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্যানেলের কর্মী। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শাখা ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। ফেসবুক ওয়ালে সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেনের সঙ্গে তার ছবি ছাড়াও নিয়মিত ছাত্রলীগ-কেন্দ্রিক পোস্ট শেয়ার করতে দেখা যায়। শাখা ছাত্রলীগের একাধিক দায়িত্বশীল নেতাও তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।