X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হত্যা: ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি 

শাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৮:০৯আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৮:০৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বুলবুল হত্যার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে রয়েছেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল  ইসলাম।  

কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেশ ও  নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও সদস্য সচিব সহকারী প্রক্টর আবু হেনা পহিল।

বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্র নিহত

এর আগে, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবি ক্যাম্পাসের অভ্যন্তরে গাজী কালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল নিহত হন। তিনি লোক-প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুলবুলের বাড়ি নরসিংদীর বেলানগরে। বুলবুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফের অনুসারী ও বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের বি ব্লকের ২১৮ নম্বর রুমের থাকতেন। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ক্যাম্পাসে শাবি শিক্ষার্থী খুন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা। এ সময় টায়ারে আগুন দিয়ে তারা বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করেন।

/টিটি/
সম্পর্কিত
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু
১১ বছর পর কমিটি পেলো শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিয়ে সিদ্ধান্তের পরিবর্তন
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি