X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে চুরির সময় আটক ৩

কুবি প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ০৮:১৭আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত অংশের বেসিনের কল চুরির সময় দুই জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে হলের শিক্ষার্থীরা তাদের আটক করে প্রক্টোরিয়াল টিমের কাছে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর তাদের আরেক সহযোগীকে আটক করা হয়। আটকরা তিন জনই শিশু।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় এক হাজার টাকা মূল্যের পানির কল ভাঙ্গারির দোকানে প্রতি পিস ৫০ টাকায় বিক্রি করতো। এরপর তাদের কথা মতো ভাঙ্গারি কেনার লোকদের ডেকে আনা হয়।

সম্প্রতি বঙ্গবন্ধু হল ও ক্যাফেটেরিয়ায় প্রায় ৩০টি বেসিনের কল চুরি হয়েছে। এরপর পুরো ক্যাম্পাসে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। বঙ্গবন্ধু হলে পানির ট্যাপ ছাড়াও মোবাইল ও মানি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল- ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা হাতেনাতে তিন জনকে ধরেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি ও হল প্রশাসনকে নিয়ে বসে তাদের অভিভাবকদের ডেকে বসেছি। তাদের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি এবং চুরির মাল ফেরত দেওয়ার জন্য পাঁচ দিন সময় দিয়েছি। এর মধ্যে যদি তারা চুরির মাল ফেরত না দেয় তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আর বলেন, ‘যাদের কাছে পানির কল বিক্রি করেছে, তাদের তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সহকারী প্রক্টর ফয়জুল ইসলাম ফিরোজ বলেন, ‘বঙ্গবন্ধু হলে তারা যে চুরি করেছে আমরা তার সত্যতা পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এবং অভিভাবকরা তাদের সন্তানদের সুস্থভাবে বুঝে পেয়েছে।এরপর বিশ্ববিদ্যালয়ে আরও কোনও চুরির কর্মকাণ্ডে জড়িত থাকবে না মর্মে লিখিত নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা