X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জুনিয়রের বিরুদ্ধে সিনিয়র ছাত্রলীগ নেত্রীকে চড়-থাপ্পড়ের অভিযোগ

চবি প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১৮:৩০আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৯:০৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক নেত্রীকে মারধরের অভিযোগ উঠেছে জুনিয়র আরেক নেত্রীর বিরুদ্ধে। এ নিয়ে চার নেত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ আগস্ট) মধ্যরাতে প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সিনিয়র দুই নেত্রী। এর আগে বৃহস্পতিবার রাতে বেগম খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জুনিয়র নেত্রী হলেন ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসফিয়া জাসরাত নোলক। মারধরের শিকার হলেন ছাত্রলীগের উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিমা আরা শিমু।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজমুন নাহার ইষ্টির রুমে প্রবেশ করেন নোলক। তখন অনুমতি ছাড়া তাকে রুমে প্রবেশ করতে নিষেধ করেন ইষ্টি। এ নিয়ে ইষ্টির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান নোলক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের উপ-কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক নির্জনা ইসলাম। বিষয়টি নির্জনার মা ও নোলকের বাবাকে জানান ইষ্টি। রাত ১০টার দিকে নোলক ও নির্জনা আবারও রুমে এসে ইষ্টির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় পাশের রুম থেকে এসে তাদের থামানোর চেষ্টা করলে শিমুকে চড়-থাপ্পড় দেন নোলক। পরে তাদের চার জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। শিমু ও ইষ্টি সিনিয়র এবং নোলক ও নির্জনা জুনিয়র।

সাজমুন নাহার ইষ্টি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমার রুমে প্রবেশ করে নোলক। তখন অনুমতি ছাড়া রুমে প্রবেশ করতে নিষেধ করায় নির্জনা ও নোলক আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে নির্জনার মা ও নোলকের বাবাকে এ বিষয়ে জানালে রাত ১০টার দিকে আবারও রুমে এসে বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় পাশের রুম থেকে শিমু আপু এসে তাদের থামানোর চেষ্টা করলে নোলক তাকে চড়-থাপ্পড় দেয়।’

তিনি বলেন, ‘বিষয়টি জানাজানি হলে শিমু আপুর অনুসারীরা নোলকের বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। আমরা হল প্রভোস্ট বরাবর তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টরিয়াল বডির সদস্যরাও তখন ছিলেন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের দাবি, নোলক ও নির্জনাকে বহিষ্কার করতে হবে।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত তাসফিয়া জাসরাত নোলক ও নির্জনা ইসলামকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

এদিকে, নোলকের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও গভীর রাতে হলে ফেরার অভিযোগ আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশ থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। পরে নারী শিক্ষার্থী বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় প্রশাসন।

এসব বিষয়ে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল বলেন, ‘হলের দুই আবাসিক শিক্ষার্থী নাজমুন নাহার ইষ্টি ও নির্জনা ইসলামের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় নোলক তাদের রুমে গিয়ে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।’ 

প্রভোস্ট বলেন, ‘অভিযুক্ত নোলকের বিষয়ে প্রক্টর অফিস থেকে আগেও অভিযোগ দেওয়া হয়েছিল আমাদের কাছে। নিয়ম অনুযায়ী আমরা একটি হল-বুক মেনটেইন করি। নোলক প্রায় সময় অনেক রাতে হলে আসে। আমরা তাকে মৌখিকভাবে এ বিষয়ে আগেই সতর্ক করেছি। নোলকের বাবাকেও বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ঘটনা হলের। হল প্রভোস্টকে বিষয়টি দেখতে বলেছি। ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্যরাও গিয়েছিলেন। শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিলে তা খতিয়ে দেখা হবে। অভিযুক্তের সংশ্লিষ্টতা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…