X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘ইবি টিচার্স ইনডেক্স’ অ্যাপ ইনস্টলেই হ্যাং করছে মোবাইল ফোন

ইবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

অনলাইন বা অফলাইনে সহজেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ দাফতরিক তথ্য পাওয়ার সুবিধায় ‘ইসলামিক ইউনিভার্সিটি টিচার্স ইনডেক্স’ অ্যাপ তৈরি করে শিক্ষক সমিতি। বেশ কিছুদিন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের তথ্য পেতে আগ্রহীদের বেশ কাজে লাগে অ্যাপটি। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে অ্যাপটির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বর্তমানে অ্যাপটি ইনস্টল করলে মোবাইল ফোন হ্যাং করছে। এছাড়া দীর্ঘক্ষণ স্ক্রিনে লোডিং দেখালেও শেষ পর্যন্ত কোনও তথ্য মেলে না। এতে জরুরি সময়ে প্রয়োজনীয় নম্বর ও তথ্য পেতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।   

গত ১৮ সেপ্টেম্বর অ্যাপটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েন ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ। তিনি বলেন, একটা জরুরি মুহূর্তে বিভাগের একজন শিক্ষকের নম্বরের প্রয়োজন হয়। পরে এক বন্ধু টিচার্স ইনডেক্স অ্যাপটির সাহায্যে নম্বর জোগাড় করার পরামর্শ দেয়। তবে অ্যাপটি ইনস্টল দিয়ে ওপেন করলে হঠাৎ মোবাইল হ্যাং করে এবং স্ক্রিনে লোডিং দেখাতে শুরু করে। এভাবে দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাপটির সুবিধা পাইনি।

লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী মুনতাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ হঠাৎ অসুস্থ হলে, কোনও অপরাধ হতে দেখলে বা মেয়েরা ইভটিজিংয়ের শিকার হলে জরুরি মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করার জন্য অ্যাপটির সহযোগিতা পাওয়া যেতো। তবে এখন সেটি ভোগান্তির কারণ হয়েছে। সেবার উদ্দেশ্যে তৈরি হলেও এখন তা ভোগান্তি বাড়াচ্ছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডায়েরির আদলে সব বিভাগের শিক্ষক, দফতর প্রধান ও সহযোগীর নাম, মোবাইল নম্বর ও ই-মেইল যুক্ত তথ্যের মাধ্যমে সহজে যোগাযোগ করতে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেয় শিক্ষক সমিতি। পরে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ইসলামিক ইউনিভার্সিটি টিচার্স ইনডেক্স’ অ্যাপ চালু করা হয়।

চালুর পর অ্যাপের নির্মাতা ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাসেল জানিয়েছিলেন, শিক্ষক, কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ দাফতরিক তথ্য সংবলিত অ্যাপটি অনলাইন ও অফলাইনের মাধ্যমে ব্যবহার করা যাবে। 

বর্তমানে অ্যাপটির ত্রুটি নিয়ে ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাসেলের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, অ্যাপটির কার্যকারিতা কমে যাওয়ার অন্যতম কারণ, এটি আপডেট করা হয় না। ওয়েবসাইট আপডেট করতে গেলে অর্থের প্রয়োজন হয়। আপডেট করা হলে আবারও ঠিকঠাক চলবে। মূলত ফান্ডিং না থাকায় প্রয়োজনীয় আপডেটের অভাবে অ্যাপটির এমন অবস্থা হয়েছে।  

এ বিষয়ে ‘ টিচার্স ইনডেক্স’ অ্যাপ নির্মাতা কমিটির প্রধান ও তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি অ্যাপের বিষয়ে কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছি। এটা নিয়ে অ্যাপ নির্মাতা ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাসেলের সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও সে আমাদের ফোন রিসিভ করছে না। প্রয়োজনীয় অর্থের চাহিদা দেওয়া হলে আমরা অ্যাপটিকে আবারও সচল করতে পারতাম। 

/টিটি/
সম্পর্কিত
ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠা উপাচার্যের পাশে ছাত্রলীগ, বিক্ষোভ শিক্ষক-কর্মকর্তাদের
ফুল ছিঁড়লে বাতিল হলের সিট!
গুচ্ছপদ্ধতিতে যাচ্ছে না ইবি
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন