X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফুটবল খেলা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৩০

জাবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ২১:১০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২১:৫৩

ফুটবল খেলার মাঠে মারামারিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে আন্ত-হল ভিসি ফুটবল টুর্নামেন্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলায় গোল দেওয়াকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে খেলার মাঠ ও বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত-হল ফুটবল খেলা চলাকালে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা মারামারিতে গড়ায়। এ সময় সেখানে উপস্থিত কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

এদিকে, মাঠে পরিস্থিতি সামাল দেওয়া হলেও সন্ধ্যার পর শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে এসে জড়ো হতে থাকেন। উভয় হলের শিক্ষার্থীদের মধ্য ফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারণ করে। উভয় হলের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জাবি চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানুর রহমান। তিনি বলেন, গুরুতর আহত চার শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে জাবি প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিকালে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ান। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে হলের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, আমরা শিক্ষার্থীদের শান্ত করেছি। শিক্ষার্থীরা আপাতত হলে ফিরেছে। সবাইকে নিয়ে বসে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা