X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাসে ওঠা নিয়ে কুবিতে জুনিয়রকে মারধর করেছে সিনিয়র

কুবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯

বাসে উঠাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুনিয়রকে মারধর করার অভিযোগ উঠেছে এক সিনিয়রের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহফুজুল হক। অভিযুক্ত তরিকুল ইসলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে কোটবাড়ি সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বাসে (স্টাফ বাস) উঠতে যান মাহফুজুল হক। তখন বাসের ভেতরে থাকা তরিকুল ইসলাম উঠতে বাধা দেন। পরে মাহফুজ বাসে উঠে বাধা দেওয়ার কারণ জানতে চান? এরপর তরিকুল তাকে গালিগালাজ করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে মাহফুজকে হাতে কামড় দেয়, পেটে লাথি ও মাথায় আঘাত করেন অভিযুক্ত।

প্রত্যক্ষদর্শী প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বি এম সুমন বলেন, যাকে নিয়ে ঘটনা (মাহফুজ) আমার সিটের পাশেই বসেছিল। এর আগে কি হয়েছিল সেটা আমার জানা নেই। কিন্তু সিটে বসার পরই দুই জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সে (তরিকুল) এসে মাহফুজকে কিল, ঘুষি, লাথি দিল। থামানোর চেষ্টা করলাম এরপরও থামেনি। আমি তাকে বলেছি, আপনি সিনিয়র, কোনও জুনিয়র আপনার সঙ্গে ভুল করে থাকে তাহলে এর বিচার হবে। আমার কথা না শুনে সে তাকে মারধর করে, আমার গায়েও আঘাত লেগেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মাহফুজুল হক বলেন, আমি কোটবাড়ি থেকে স্টাফ বাসে উঠতে যাই। হাতে টি-শার্ট (ডিপার্টমেন্ট ট্যুরের) ভর্তি একটা ভারী বাক্স ছিল। সিএসই ১২ ব্যাচ এর তরিকুল ভাই আমাকে বাসে উঠতে বাধা দেন। আমি আবার উঠতে গেলে উনি আবার বাধা দেন। আমাকে ধাক্কা দেন বাস থেকে নামানোর জন্য। ভারী বাক্স নিয়ে আমি ভারসাম্য রাখতে পারছিলাম না। আমাকে জিজ্ঞাসাও করেননি আমি স্টুডেন্ট কি না? যখন আমি বলি, আমি স্টুডেন্ট এরপর আমাকে উঠতে দেন। আমি ওনার উদ্দেশে বলি, আপনি আমার হলের বড় ভাই, আমারে চেনেন না? এইটা বলার পর উনি আমাকে বলেন ‘তুই কে? তোরে আমার চিনতে হবে কেন?’ 

তিনি আরও বলেন, এরপর আমি ওনাকে বলেছি আপনি বাসে উঠতে বাধা দেওয়ার কে? স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে তো কেউ বাসে ওঠে না। এরপর উনি আমাকে হুমকিমূলক অনেক কথা বলেন। উনি নিজের সিটে বসে কটু কথা বলতে থাকেন আমার উদ্দেশে। কিছুক্ষণ পর আমার একটা কল আসে, কল রিসিভ করার পর উনি বলে আমি নাকি কোন বড় ভাইরে কল দিছি, কোন বড় ভাই আছে আমার উনি দেখে নেবেন। একপর্যায়ে এসে আমার মাথায় আঘাত করেন, বুকে লাথি ও আঙুলে কামড় দেন। বাসে অন্য ভাইরাও ওনাকে থামাতে পারেননি।

অভিযুক্ত তরিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে কেটে দেন। পরে মেসেজ পাঠিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ওমর সিদ্দিকীকে ফোন দিয়ে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের