সর্বজনীন পেনশন (প্রত্যয়) স্কিম প্রত্যাহারের দাবিতে সোমবার (১ জুলাই) থেকে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস না পেয়ে ধারাবাহিক আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৩ জুলাই) তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।
বুধবার সকাল ১০টা থেকে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে ‘কূপমণ্ডূক’ আখ্যা দিয়ে তারা বলেন, প্রত্যয় একটি বৈষম্যমূলক স্কিম। আমাদের জীবন দুর্বিষহ করে তুলতে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এটি একটি পরিকল্পিত পাঁয়তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আকরাম হোসেন বলেন, ‘চাকরিজীবীদের জন্য আলাদা আলাদা স্কিমের মাধ্যমে এক দেশে দুই নীতি চালু করা হচ্ছে। কোনও এক কুচক্রী মহলের কারণে সরকারের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে আমাদের। বিষয়টি সরকারকে সূক্ষ্মভাবে খতিয়ে দেখতে হবে। অবিলম্বে এমন অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোত্তালিব বলেন, ‘বৈষম্যহীন সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে অধিকার জাতির জনক দিয়ে গেছেন, তা কেউ হরণ করতে পারে না। আমরা বৈষম্যমূলক প্রত্যয় স্কিম চাই না।’
স্কিমের চমৎকার নাম দিয়ে পরিকল্পিতভাবে প্রতারণা করা হচ্ছে জানিয়ে মাহমুদা আক্তার সুমি বলেন, ‘সুন্দর সুন্দর শব্দ দিয়ে কুৎসিত প্রতারণার জাল বোনা হচ্ছে। এ স্কিম আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। সরকার আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবো।’
অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অযাচিত মন্তব্য করে কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন, ‘প্রত্যয় স্কিম কেউ চায় না। তবে কেন আমাদের জোর করে এসব গেলানো হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সরকারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। যারা এমন অপকর্ম ঘটিয়েছে, তাদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
দাবির বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়ুন...
পেনশন স্কিম: শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের
প্রত্যয় স্কিমের মাধ্যমে শিক্ষকদের মূলত জিম্মি করা হচ্ছে: জিনাত হুদা
প্রত্যয় স্কিম বাতিল না হলে ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিতের হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব কাজ বন্ধ ঘোষণা শিক্ষকদের