X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. অনুপম সেনের একক বক্তৃতা অনুষ্ঠিত

এম.এইচ.নিলয়
২২ নভেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:৫১
image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সমাজতাত্ত্বিক এক সলো লেকচার অনুষ্ঠিত হয়েছে। উক্ত লেকাচারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘দ্য স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ক্লাস ফরমেশন ইন ইন্ডিয়া।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. অনুপম সেনের সেমিনার অনুষ্ঠিত

আজ ২২ নভেম্বর সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের সমাজতত্ত্ব বিভাগের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উক্ত আয়োজনটি প্রফেসর ড. ওবায়দুল করিমের সঞ্চালনায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর এস এম মনিরুল হাসান। এছাড়া উক্ত আয়োজনে সহযোগী অধ্যাপক লিয়াকত আলী, সহকারী অধ্যাপক রিদোয়ান মোস্তফা, আনোয়ার হোসেন চৌধুরী, জয়দেব গড়াইসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার প্রাক্কালে ড. ওবায়দুল করিম বলেন, ‘আমাদের ছাত্র- শিক্ষক সবার জন্যে এটা সৌভাগ্যের বিষয় ড. অনুপম সেনের মতো বিখ্যাত সমাজবিজ্ঞানী আমাদের সময় দিচ্ছেন তার জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্যে।’ প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ড. অনুপম সেনের ছাত্র। আমার প্রিয় শিক্ষক ড. অনুপম সেন আজ শুধু বাংলাদেশ কিংবা উপমহাদেশেই নয়, সারা বিশ্বে সমাজবিজ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করেছেন যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’  

ড. অনুপম সেনে বলেন, ‘একজন শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া হলো যখন তার ছাত্র অর্জনের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে যায়। আজকের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তেমনই একজন।’ মূল আলোচনায় তিনি বলেন, ‘বর্তমান ভারতবর্ষের আর্ত- সামাজিক অবস্থান দুর্বল হওয়ার পেছনে ব্রিটিশদের শাসন ব্যবস্থাই প্রধান কারণ। এমন একটা সময় আসবে যখন আমরা আমাদের প্রকৃত উন্নয়ন সাধন করতে পারবো। সেদিন হয়তো বেশি দূরে নয়।’

উল্লেখ্য, প্রফেসর ড. অনুপম সেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক। তিনি সমাজতাত্ত্বিক গবেষণার উপর ১৬টি বই রচনা করেছেন যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন খ্যাতি সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে সমাদৃত। এছাড়া তিনি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এনএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!