X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জবিতে ছাত্রলীগের চার কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ নারী শিক্ষার্থীর

জবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ২৩:৩০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২৩:৩৩

জবি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম গ্রুপের কর্মীদের হাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৩ জানুয়ারি) বিকেলে জবি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে অভিযোগপত্রে ওই নারী শিক্ষার্থী উল্লেখ করেন , ‘গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় এবং এরপরে ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মী ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ১৩তম ব্যাচের শাহারুল ইসলাম উম্মে, সমাজবিজ্ঞানের ১৩তম ব্যাচের আবু সাঈদ, পদার্থ বিজ্ঞানের ১৩তম ব্যাচের ডেবিট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের রাজওয়ান ইসলাম সীমান্ত তাকে কয়েকবার শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করেন। এছাড়া ক্যাম্পাসের ক্যান্টিনের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন এবং ক্লাসে যাওয়ার সময় কাঁঠালতলায় শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করেন।’
জবি প্রক্টর বরাবর লিখিত অভিযোগের পরের পাতা নিজেকে অসহায় দাবি করে ওই শিক্ষার্থী এই নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি বলেন ‘আমি ছাত্রলীগ করতেই পারি কিন্তু সবার প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হিসেবে এর বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মাদ বলেন, ‘আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস সময় শেষ হওয়ায় দেখতে পারিনি। কাল দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘ছাত্রলীগ বলে কোনও কথা না। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এ কথা ঠিক। কিন্তু কোনও শিক্ষার্থীকে লাঞ্ছিতের চেষ্টা বা হুমকির ঘটনা ক্যাম্পাসে ঘটেনি। অভিযোগকারী ওই শিক্ষার্থীকে তিনি চেনেন না দাবি করে বলেন, ওই শিক্ষার্থী যদি ছাত্রলীগের কর্মীই হয়ে থাকেন তাহলে তিনি এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাছে অভিযোগ করলেন না কেন? তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছেও বিচার চাইতে পারতেন। ক্যাম্পাসে ছাত্রলীগ বিদ্বেষী একটি গ্রুপ রয়েছে যারা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্টে সক্রিয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এই অভিযোগ আমি পাইনি। অভিযোগটি কাল তদন্ত করা হবে।

/ওআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা