X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায়: তৌফিক-ই-এলাহী

ক্যাম্পাস রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৮:১৫আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:৪২
image

ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং’ (আইসিইপিই-২০১৯)। ১৪ মার্চ (বৃহস্পতিবার) সাভারে স্থাপিত ব্র্যাক সিডিএমএ এর সম্মেলন কক্ষে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের খ্যাতনামা জ্বালানি বিশেষজ্ঞবৃন্দ। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী। ১৬ মার্চ শেষ হবে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এই কনফারেন্স।

দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায়: তৌফিক-ই-এলাহী

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ভিনসেন্ট চ্যাং ও আইট্রিপলই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর সাইফুর রহমান।

ব্র্যাক সিডিএম এর অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাক উপাচার্য বলেন, ‘বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি প্রযুক্তির বিশাল অবদান রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও এই সেক্টর বিশেষ ভূমিকা রাখছে। দ্রুত পরিবর্তন ও অপার সম্ভাবনা নিয়ে রাজধানী ঢাকা বেড়ে উঠছে। আশা করছি আগামী ৫ বছরের মধ্যে এই শহরের সাথে ব্র্যাক ইউনিভার্সিটিও সাফল্যের সবোর্চ্চ চূড়ায় উঠতে সক্ষম হবে।’

আইট্রিপলই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর সাইফুর রহমান বলেন, ‘আইট্রিপলই এর ডাটাবেজে ৫০ লাখের মতো গবেষণা পেপার রয়েছে এবং প্রতি মাসে প্রায় ৩০ লাখেরও বেশি মতো তথ্য ডাউনলোড করা হয়। বাংলাদেশ সরকারকে এনার্জি, পাওয়ার এবং গবেষণা সেন্টার চালু করতে আমরা সহায়তা করছি।’ উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি উন্নত ও বাসযোগ্য একটি বাংলাদেশ গড়তে সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক –ই-এলাহী চৌধুরী বলেন, ‘গত দশ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।’ তিনি আশা করেন এই ধরনের কনফারেন্স দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গুণগত পরিবর্তন আনতে সাহায্য করবে।’

তিন দিনের এই আন্তর্জাতিক এই সম্মেলন বিদ্যুৎ-জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের সাথে বাংলাদেশের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছে ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং’ এ এনার্জি ট্রানজিশন, ইলেকট্রিক পাওয়ার গ্রিড, ক্রস বর্ডার পাওয়ার এক্সচেঞ্জ, বাংলাদেশে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ক শিক্ষার অবকাঠামো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারসহ মোট ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। শনিবার কনফারেন্সের শেষদিন সেরা গবেষকদের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার ডিভিশন বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ কায়কাউস।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে