X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইউল্যাবে ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ২২:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:১১

ইউল্যাবে ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ( ইউল্যাব) অনুষ্ঠিত হলো পঞ্চম ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্ট কনফারেন্স ও কালচারাল কম্পিটিশন। ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগ “রোমান্টিক অ্যান্ড গোথিক” শিরোনামে এই কনফারেন্সের আয়োজন করে। দুই দিনব্যাপী (১৮-১৯ এপ্রিল) এই কনফারেন্স মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

দুই ভাগে বিভক্ত (অ্যাকাডেমিক সেশন ও কালচারাল কম্পিটিশন) এই কনফারেন্সে ইউল্যাব চ্যাম্পিয়ন হয় ও রানার্স আপ হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। অ্যাকাডেমিক সেশনে চ্যাম্পিয়ন হয় ইউল্যাবের শিক্ষার্থী সামায়েল মর্তূজা ও রানার্স আপ হয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইরুনা ফারিন। 

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান জাতীয় পর্যায়ে হওয়া উচিত। ভবিষ্যতে শিল্পকলা অ্যাকাডেমি এ ধরনের অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে।’

১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম দিনে অ্যাকাডেমিক সেশনে অংশগ্রহণ করে। ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক চিদানন্দ ভট্টাচার্য, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাষা-সাহিত্য বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আব্দুস সেলিম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় দিনে পাঁচটি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। যেখানে বিচারক হিসেবে ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক চিদানন্দ ভট্টাচার্য, গোথে ইন্সটিটিউট, ঢাকার ডিরেক্টর ড. কার্স্টেন হ্যাকেনব্রোচ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড জিয়াউল করিম। 

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দুইদিনব্যপী এই সম্মেলনের সমাপ্তি হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী