X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘কৃষি খাদ্য গ্রামোন্নয়ন’ বইয়ের মোড়ক উন্মোচন

বাকৃবি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৮:১৮
image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ সাত্তার মণ্ডলের ‘উন্নয়নের গল্প: কৃষি খাদ্য গ্রামোন্নয়ন’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বইটির মোড়ক উন্মোচন করেন।

‘কৃষি খাদ্য গ্রামোন্নয়ন’ বইয়ের মোড়ক উন্মোচন
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির । এছাড়াও বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. আজহারুল হক, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এস. এম. বুলবুল, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন ।
ড. এম. এ সাত্তার মণ্ডল জানান, বইটিকে মোট ১২টি অধ্যায়ে সুবিন্যস্ত করা হয়েছে। এটি পড়ে একজন পাঠক বাংলাদেশে কৃষির রূপান্তর, কৃষির বিস্ময়কর অর্জন ও সম্মুখ সম্ভাবনা, কৃষি ও খাদ্য নিরাপত্তার কতিপয় লক্ষণীয় বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এছাড়াও বাংলাদেশে কৃষির পরিবর্তনের প্রধান নিয়ামকসমূহ, কৃষকের অর্থনীতি ও নীতি নৈতিকতার ব্যাখ্যা, বাংলাদেশে পাটের অর্থনীতি, বাংলাদেশের স্বল্পোন্নত পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের গল্প, কৃষিতে বর্তমান সরকারের দীর্ঘতম কর্মকাণ্ড, ফরিদপুরের অর্থনীতির একাল-সেকাল এবং ময়মনসিংহ অঞ্চলে কৃষি সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. এম. এ সাত্তার মণ্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাকৃবিতে শিক্ষকতা করেছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি দুই মেয়াদে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগ ও কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়