X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সিকৃবিতে ‘টেকসই মৎস্য খাত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

সিকৃবি প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১৬:৩৫আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৭:৪১
image

সিকৃবিতে ‘টেকসই মৎস্য খাত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে সিলেটে শুরু হয়েছে ‘টেকসই মৎস্য খাত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘কৃষি ও মৎস্য খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন মৎস্য খাতকে টেকসই করে তুলতে গবেষণাকে আরও ত্বরান্বিত করবে।’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. কবির ইকরামুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি মি. রবার্ট ডগ্লাস সিম্পসন এবং ওয়ার্ল্ড ফিশের কান্ট্রি ডিরেক্টর মি. ক্রিস প্রাইস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. তরিকুল আলম। মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডেভিড সি লিটল। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।
সম্মেলনে মোট ১৩টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। জলজ চাষ ও পুষ্টি, জলজ সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান ও নীল অর্থনীতি, মাছের কৌলিতত্ত্ব, জলস স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, আর্থসামাজিক প্রেক্ষাপট, মাৎস্য কৌশল ও পরিকল্পনার বিষয় সম্মেলনে স্থান পেয়েছে। ২৭ আগস্ট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাঠপর্যায়ের ভ্রমণের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫