X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

ইবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা বেতন স্কেল বৃদ্ধি, চাকরির বয়স বাড়িয়ে ৬২ করা সহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।  বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মবিরতি পালন করে তারা।   

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় কর্মবিরতি আন্দোলনে  বিভিন্ন দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা  বলেন,  আমাদের এই যৌক্তিক দাবি সমূহ যতদিন না মেনে নেওয়া হবে আমাদদের কর্মবিরতি অব্যহত থাকবে। পাশাপাশি আগামী শনিবার থেকে কর্মবিরতি পালনের সঙ্গে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত প্রশাসন ভবনের  সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হবে বলে জানান তিনি। এসময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

কর্মকর্তাদের তিন দফা দাবি সমূহ হলো, একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা, চাকরির বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছরে উন্নীত করা এবং উপ-রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করা।

এদিকে সকালে বিশ্ববিদ্যালয় কর্মচারী সংগঠনের সভাপতি আতিউর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!