X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ল্যাম্প’ এর জন্য মনোনীত শাবি’র শিক্ষার্থী নাদিয়া

শাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ২২:০৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০০:১০
image

ত্রিদেশীয় ইয়্যুথ লিডারশিপ প্রোগ্রাম ‘ল্যাম্প’ এর জন্য বাংলাদেশি প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাদিয়া বেগম ইমা।

‘ল্যাম্প’ এর জন্য মনোনীত শাবি’র শিক্ষার্থী নাদিয়া
সোমবার (৪ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে মনোনীত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় উপাচার্য বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আত্মবিশ্বাসী, চিন্তা শক্তিসম্পন্ন শিক্ষার্থীদেরকে ল্যাম্প নির্বাচন করা হয়। দেশ ও দেশের বাইরে যেকোনও ধরনের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় সব সময় শিক্ষার্থীদের উৎসাহিত করে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ল্যাম্প প্রোগ্রাম’ শাবি সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম প্রমুখ।
সার্বিক বিষয়ে ‘ল্যাম্প প্রোগ্রাম’ শাবি সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘ল্যাম্প প্রোগ্রাম চলতি বছরের ডিসেম্বর মাসে জাপানে, আগামী বছরের মার্চ মাসে মায়ানমার ও মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। যেখানে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত শিক্ষার্থীদেরকে বাছাই করে তাদেরকে লিডারশীপ ট্রেনিং প্রদানের সুযোগ পাবে। এছাড়া বিভিন্ন ধরনের সেমিনার, প্রেজেন্টেশন ও উক্ত তিন দেশের আকর্ষণীয় স্থানসমূহ ঘোরার সুযোগ পাবে।’
তিনি আরও জানান, ব্যাকবোন লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো জাপান, বাংলাদেশ, মায়ানমারে এ প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এদিকে এ প্রোগ্রামের জন্য শাবিপ্রবি থেকে মোট ৯২ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্য প্রাথমিকভাবে পাঁচজনকে বাছাই করা হয়। যেখান থেকে পরবর্তীতে নাদিয়াকে চূড়ান্ত বাছাইয়ে নিবার্চিত ঘোষণা করা হয়।
এ বিষয়ে ল্যাম্প এর জন্য মনোনীত শিক্ষার্থী নাদিয়া বলেন, ‘সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে লিডারশিপ কোয়ারিটি ডেভেলপ করার জন্য ল্যাম্প আমাকে মনোনীত করেছে। আশা করি এ ধরনের প্রোগ্রামে  বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি শাবিকে তুলে ধরার সুযোগ পাব। আমাকে এ সুযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে ধন্যবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ প্রোগ্রামের জন্য ৫ জনকে মনোনীত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ জন,  শাবিপ্রবি থেকে ১ জন, বুয়েট থেকে ১ জন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ জন এই প্রোগ্রামের অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’