X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:০৮
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

রাবিতে মানববন্ধন
মানববন্ধনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন,‘বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদের ভয়ের মধ্যে রাখা হয়েছে।  গতকাল যারা আমার সঙ্গে ছিল আজ অনেকে নেই। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর, পুলিশসহ বিভিন্ন সংস্থা নানাভাবে হুমকি দেয়। সবাই দেখুক,আমরা এখানে গুটিকয়েক শিক্ষার্থী বারবার আন্দোলনে দাঁড়াচ্ছি,মার খাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থীদের বলতে চাই,তারা দেখুক আমরা কার জন্য এসব করছি। আমরা কি নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করছি?’
তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) পুলিশ আমাদের একজনকে আটক করেছিল। আমরা অনেকে আহত হয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা কয়েকজন থানায় গেলে আমাদেরকেও কয়েক ঘন্টা আটকে রাখা হয়। শেষে আমাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে যে আমরা নাকি অন্যায়ভাবে গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টা করেছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলামের সঞ্চালনা মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ রিমন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছিলাম। কিন্তু প্রশাসনের মদদে পুলিশ আমাদের ওপর হামলা চালায়।’
পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমানউল্লাহ বলেন, ‘জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছিলাম। এসময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা অনুরোধ করেছিলাম ১০ মিনিট আমাদের অবস্থানের সুযোগ দিতে কিন্তু তারা আমাদের কথা শোনেনি। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদের রাবি শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন। এতে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরসহ দুই শিক্ষার্থী আহত হয়।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা