X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দূষণ রোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৪:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:৪৪
image

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ দূষণ রোধে যুব ও ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দূষণ রোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রিন ভয়েস হাবিপ্রবি শাখার আয়োজনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম। সেমিনারের  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ডা.ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন, প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকী, কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শোয়াইবুর রহমান, প্রফেসর ড. সফিকুল বারী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও এসোসিয়েট প্রফেসর ড. হাসানুর রহমান (রাজু), বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান ও গ্রিন ভয়েস এর প্রতিষ্ঠাতা আলমগীর কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল হুদা। 

গ্রিন ভয়েস হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা ও সিরাজুম মুনিরা মোহনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রিন ভয়েস দিনাজপুর জেলার সমন্বয়ক আব্দুল মান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম বলেন, ‘নিজেদের স্বার্থেই আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। অপরিকল্পিত ব্যবস্থাপনা এবং মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নিত্যনতুন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এতে প্রতিবছরই বিভিন্ন  ক্ষয়ক্ষতিসহ হুমকির মুখে পতিত হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশ সচেতনতার কাজ শুধু গ্রিন ভয়েস এরই নয়। পরিবেশ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’ 
প্রধান আলোচকের বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধে যুবসমাজ যে চেতনা নিয়ে  অংশগ্রহণ করেছিল, সেভাবেই পরিবেশ বিপর্যয় রক্ষায় তাদের অংশগ্রহণ করতে হবে। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া পরিবেশ বিপর্যয় মোকাবেলা করা সম্ভব না।’ 

আলোচনা শেষে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক এবং পরিবেশ সম্পর্কিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

সেমিনারে গ্রিন ভয়েস এর সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী  এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা