X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শাবি স্পিকার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:১০

শাবি স্পিকার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভাষা ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুর, গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান।

এসময় সংগঠনটির সভাপতি সায়েল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মহিউদ্দিন রুবেল, সৈয়দা মারজানা রাজ্জাক, তানভীর আহমেদ, সহ-সভাপতি ফারজানা ভূঁইয়া, নুরুন্নবী নুর, সাবেক সাধারণ সম্পাদক মাহির মাহমুদ খান, আসাদুজ্জামান নুর, সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সায়েল আহমেদ বলেন,  ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতে প্রতিষ্ঠার পর থেকে স্পিকার্স ক্লাব কাজ করে আসছে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, সেমিনার, স্পিকার্স হান্ট, ইন্টার-ডিপার্টমেন্ট প্রেজেন্টেশন কম্পিটিশন, নলেজ আড্ডাসহ প্রতি বৃহস্পতিবার বিকালে নিয়মিত স্পিকার্স আওয়ার পরিচালনা করে আসছে।’

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার-বি-কিউ ও সাবেক ও বর্তমানদের মিলনমেলার আয়োজন করে সংগঠনটি। এছাড়া আগামী ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জ্যাকেট উন্মোচন করা হবে।

উল্লেখ্য, ‘কাম হিয়ার স্পিক বেটার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৫ সালের ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী