X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে সান্ধ্যকোর্স বন্ধে ইতিবাচক প্রশাসন

রাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তনে সান্ধ্যকোর্স নিয়ে নেতিবাচক মন্তব্য করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ। এর প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পক্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধসহ ১৩ দফা নিদের্শনা দিয়ে উপাচার্যদের বরাবর চিঠি দেওয়া হয়।

ইউজিসির নির্দেশনা পাওয়ার পর ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বন্ধ করে দিয়েছে। সান্ধ্যকোর্স বিরোধী প্রথম ছাত্র আন্দোলন গড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসি নির্দেশনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। উপাচার্যের দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বাংলাট্রিবিউনকে জানান, গত ১১ ডিসেম্বর ইউজিসি’র থেকে উপাচার্য বরাবর একটি চিঠি এসেছে। উপাচার্য চিঠিটি রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি করেছেন, প্রশাসন সান্ধ্যকোর্স বন্ধ করার ক্ষেত্রে ইতিবাচক। তবে এখনি সে নিয়ে প্রতিক্রিয়া জানাতে আগ্রহী নয় প্রশাসন। বিষয়টি নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদে) আলোচনার পর প্রতিক্রিয়া জানাবে তারা। এছাড়া স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি তিনটি (ঢাবি, জাবি ও চবি) বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি পদক্ষেপ নিচ্ছে সেটিও তারা পর্যবেক্ষণ করছেন বলে শিক্ষকরা জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘সান্ধ্যকোর্স বিষয়টি নিয়ে চ্যান্সেলর ও ইউজিসির মনোভাব সম্পর্কে আমরা অবগত। বিষয়টি আমরা শিক্ষা পরিষদের আগামী বৈঠকে আলোচ্যসূচিতে রাখবো। আলোচনা সাপেক্ষে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বন্ধের প্রথম দাবি উঠেছিল ২০০৯ সালে। সেসময় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে না পারায় আন্দোলনের গতি ক্রমে স্থিমিত হয়ে যায়। পরে ২০১৪ সালে ফি বাড়ানোর প্রতিবাদ ও সান্ধকোর্স বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনকে কেন্দ্র করে ২০১৪ সালের ২ ফ্রেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এক সঙ্গে দফায় দফায় হামলা চালায়। ওই হামলায় সাংবাদিকসহ অন্তত ১০০ শিক্ষার্থী আহত হয়েছিলেন। অভিযোগ আছে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তব্যক্তিদের প্রত্যক্ষ মদদে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছিল।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!