X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বছরের শুরুতেই অবস্থান কর্মসূচিতে খুবি শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:৩২

বছরের শুরুতেই অবস্থান কর্মসূচিতে খুবি শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বেশ কয়েকটি চিহ্নিত সমস্যার দ্রুত নিষ্পত্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের তরফ থেকে গুরুত্বের ভিত্তিতে চারটি সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর মধ্যে রয়েছে বেতন ফি কমানো, আবাসন সংকট নিরসন, পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতি চালু এবং সাংস্কৃতিক অবরুদ্ধতা থেকে মুক্তি ও মুক্তচিন্তা বিকাশে সহায়ক অধ্যাদেশ এর ব্যাবস্থাকরণ।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৩ নভেম্বর ২০১৯ তারিখে শিক্ষার্থীদের প্রদান করা  স্মারকলিপির উত্তরে আনুষ্ঠানিক কোনও বিবৃতি না দিয়ে এবং কোনও পদক্ষেপ না নিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অপমান করেছে। কয়েকবার মৌখিক আশ্বাস পেলেও তার বাস্তবায়নে কোনও পদক্ষেপ দৃশ্যমান নয়। শিক্ষার্থীরা প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত জবাবের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছরে বেতন ফি  অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নতুন টার্ম রেজিষ্ট্রেশনের পূর্বেই বেতন-ফি সহনীয় মাত্রায় কমানোর দাবি জানান। এসময় রেজিষ্ট্রেশন ফি সহনীয় মাত্রায় না আনা হলে তারা রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলেও জানান।

শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনের কথা উল্লেখ করে বলেন সংবিধান অনুযায়ী প্রত্যেক ছাত্র সংবিধি ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্বারা নির্ধারিত স্থানে শর্তাধীনে বসবাস করবে। অথচ মোট শিক্ষার্থীর মাত্র ৩১.৫৯ শতাংশ আবাসন এর সুযোগ পায়। আবাসন সংকট নিরসনে কত দিনের মধ্যে নতুন হল হবে তা লিখিত আকারে জানানোর পাশাপাশি নতুন হল নির্মাণের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হোস্টেল ব্যবস্থার দাবি জানান।

শিক্ষার্থীরা পরীক্ষার খাতা দ্বিতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়ন এবং প্রয়োজন অনুসারে তৃতীয় পরীক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতি চালু করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী সকাল ৭ টা হতে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন খোলা রাখার দাবিও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। কিন্তু বিষয়গুলো দীর্ঘ সময়সাপেক্ষ। ছাত্র বিষয়ক পরিচালকের দফতর শিক্ষার্থীদের পক্ষ নিয়ে প্রশাসনের সাথে কথা বলে। কিন্তু আজ কথা বলতে গেলে শিক্ষার্থীরা কথা বলতে চায়নি।'

এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ সামগ্রিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলামকে আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি জারি করা হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া