X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাডেমিক সংযোগ তৈরিতে শাবিতে হামিম গ্রুপ

শাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ২০:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:০৮

ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাডেমিক সংযোগ তৈরিতে শাবিতে হামিম গ্রুপ ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাডেমিক কার্যক্রমের সংযোগ তৈরিতে শাহাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সাথে কাজ করবে হামিম গ্রুপ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে একথা জানান হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (আই. ই এবং প্লানিং) মোহাম্মদ আহসান উল্লাহ।

তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের গ্রাজুয়েটদের নিয়ে কাজ করবো আমরা। বিভিন্ন ধরনের ট্রেনিং, কর্মশালা, ইন্টার্নশিপসহ প্রজেক্ট প্রোগ্রামে এখানকার গ্রাজুয়েটরা কাজ করার সুযোগ পাবে।’  

তিনি আরও বলেন, ‘এখান থেকে সম্ভব হলে প্রতি বছর গ্রাজুয়েটদেরকে সরাসরি নিয়োগ প্রদানের বিষয়ে আমরা কাজ করবো। এ বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আমাদের এখানে কাজ করছে। সে হিসাবে পুরাতন ও ফ্রেশ গ্রাজুয়েটরা যদি পরিচিত হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক তেরি হবে। ফলে কর্মক্ষেত্র আরও কার্যকর হবে। আমরা চাই কর্মক্ষেত্রে সবার মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ রাখতে। এজন্য এখানকার গ্রাজুয়েটদের নিয়ে আমরা কাজ করতে চাই।’

এছাড়া আইপিই বিভাগ থেকে সিলেকশনের মাধ্যমে সরাসরি নিয়োগ প্রদান, ট্রেনিং, কর্মশালা, ইন্টার্নশিপসহ বিভিন্ন প্রজেক্ট প্রোগ্রামে এখানকার গ্রাজুয়েটদেরকে প্রাধান্যসহ বিভিন্ন বিষয় নিয়ে হামিম গ্রুপ ও আইপিই বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান।

তিনি বলেন, ‘হামিম গ্রুপ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান। তারা নিজ থেকে আমাদের সাথে কাজ করতে এগিয়ে এসেছে। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। আর আমি মনে করি আমাদের গ্রাজুয়েটরা দেশ-বিদেশে অনেক ভাল করছে। এর প্রেক্ষিতে তারা এগিয়ে এসেছে।’ 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান, হামিম গ্রপের জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) আশরাফ ইউসি, এইচআর জেনারেল ম্যানেজার স্বপন কুমার গুহ মজুমদার, আইপিই বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসানসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া