X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফি জমাদানের সময় বাড়াবে শাবি প্রশাসন

শাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ২১:২৬আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:৩১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে রেজিস্ট্রেশন ফি ও ক্রেডিট ফি জমাদানের সময়সীমা বাড়াবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

বুধবার (১৮ মার্চ) বিকালে এ সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন।

এ বিষয়ে রেজিস্ট্রার জানান, ক্রেডিট ফি ও রেজিস্ট্রেশন ফি জমাদানের সময়সীমা যৌক্তিকভাবে পরিবর্তন করা হবে। তবে দাপ্তরিকভাবে পরবর্তী সময়সীমা এখনধ নির্ধারণ করা হয়নি। আলোচনা করে সময়সীমা পরবর্তীকালে জানানো হবে। শিক্ষার্থীরা ছুটির পর ক্রেডিট ফি ও রেজিস্ট্রেশন ফি পুনঃনিধারিত সময়ে জমা দিতে পারবে। 

তবে চাইলে সতর্ক থেকে শিক্ষার্থীরা ছুটির মধ্যেও ক্রেডিট ফি ও রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন’ উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্কতার সাথে থাকতে বলেছি। সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে ক্যাম্পাস আজ (১৮ মার্চ) থেকে (৩১ মার্চ) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সবাইকে চলে যেতে বলেছি, তারপরও শিক্ষার্থীরা কেন এটা করছে? এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। 

ব্যাংকে গিয়ে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও রেজিস্ট্রেশন ফি ও ক্রেডিট ফি জমাদানের জন্য ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে ফি জমা দিচ্ছে শিক্ষার্থীরা। এতে করে ক্যাম্পাসে জমায়েত বাড়ছে, বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি।

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে রেজিস্ট্রেশন ও ক্রেডিট ফি জমা দেওয়ার সময়সীমা পূর্ব থেকে র্নির্ধারিত রয়েছে। বিভাগের অফিস খোলা থাকা সত্ত্বেও সময়সীমা পরিবর্তনের কোন নোটিশ না পেয়ে নির্ধারিত সময়ে ফি জমা না করলে জরিমানা দেওয়ার ভয়ে ঝুঁকি নিয়ে ফি জমা দিচ্ছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সাড়া দিয়ে সকল ধরনের ক্লাস-পরীক্ষা আগামীকাল ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ ধাকলেও অফিসিয়াল কার্যক্রম চলবে। এছাড়া নিজ নিরাপত্তা ও সচেতনতার প্রেক্ষিতে আবাসিক হলসমূহে শিক্ষার্থীরা অবস্থান করতে পারবেন বলেও সিদ্ধান্ত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা