X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসের বাইরে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, বিপাকে রাবি কর্মকর্তারা

রাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৬আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৯
image

রাজশাহী বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকলেও জরুরি সেবা (বিদ্যুৎ, চিকিৎসা, পানি) চালু থাকার ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ক্যাম্পাসের বাইরে অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ করেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষক ও তাদের পরিবার। 

বিশ্বদ্যিালয় সূত্রে জানা যায়, বর্তমানের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষক রয়েছেন। এছাড়া কর্মকর্তা কর্মচারী রয়েছে পাঁচ শতাধিক। যাদের অধিকাংশই ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন। সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স ব্যবহার করেন। এই সবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার তারা বিপাকে পড়েছেন।  

জানা যায়, গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তার সন্তানসম্ভবা স্ত্রীকে ডাক্তারের কাছে নিতে অ্যাম্বুলেন্স চেয়ে একাধিকবার ফোন করেও সেবা পায়নি। পরিস্থিতি বিবেচনায় সহযোগিতার জন্য  বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করা হলেও তিনি কোনও ব্যবস্থা করতে পারেননি। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। এবং দ্রুত অ্যাম্বুলেন্স সেবা চালুর অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহাকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকায় চিকিৎসাকেন্দ্রে এখন খুব একটা চাপ নেই। এ অবস্থায় করোনার অজুহাতে ক্যাম্পাসের বাইরে অবস্থানরতদের অ্যাম্বুলেন্স সেবা না দেওয়াটা অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এমন কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে, আমরা চাইবো দ্রুত নতুন করে সিদ্ধান্ত নেবেন।’

এছাড়াও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষকদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে অনুরোধ করেছেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হক। 

তিনি বলেন, ‘আমার এক সহকর্মীর হার্টে রিং লাগানো। তিনি ক্যাম্পাসের বাইরে থাকেন। ডাক্তারের কাছে যেতে অ্যাম্বুলেন্স সেবার জন্য একাধিকবার ফোন দিয়েও পায়নি। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে তারা ক্যাম্পাসের বাইরে অ্যাম্বুলেন্স সেবা দেবে না। আমাদের দাবি প্রয়োজনে তারা করোনা ভাইরাসনাশক স্প্রে বা প্রয়োজনীয় ইকুপমেন্ট ব্যবহার করুক। কিন্তু করোনার অজুহাতে অন্যান্য রোগীদের  অ্যাম্বুলেন্স সেবা না দেওয়াটা অযৌক্তিক। আমরা চাইবো কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান শেখ বলেন, ‘আমাদের উপদেষ্টা কমিটির মিটিংয়ে ক্যাম্পাসের বাইরে যারা অবস্থান করছে তাদের অ্যাম্বুলেন্স সেবা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কারণ আমাদের এখানে অ্যাম্বুলেন্স স্বল্প, একজন রোগী নেওয়ার পর অন্যজন ফোন করলে তার কাছে যেতে হবে। দেখা গেল প্রথম রোগী করোনায় আক্রান্ত, এ অবস্থান দ্বিতীয় রোগীকে নেব নাকি অ্যাম্বুলেন্সে স্প্রে করবো? এই বিবেচনায় আমরা বাইরে এই সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী ১৪ এপ্রিল অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছি সেখানে এ নিয়ে আলোচনা হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী