X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অসহায় শিক্ষার্থীদের পাশে ইবি প্রশাসনকে চায় ছাত্র ইউনিয়ন ও মৈত্রী

ইবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৪:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৪৮
image

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় লকডাউনে মানবেতর পরিস্থিতির শিকার অসহায় শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে  দুর্যোগকালীন শিক্ষাবৃত্তি ও সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রী। শনিবার (২৫ এপ্রিল) ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রী পৃথক পৃথক বিবৃতিতে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এ আহ্বান জানায়।

বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিক সাক্ষরিত এক বিবৃতিতে বলেন, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ে সারাদেশে চলমান লক ডাউন পরিস্থিতিতে সবচেয়ে মানবেতর পরিস্থিতির শিকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পরিবারগুলো। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদেরও একটা বড় অংশই উক্তশ্রেণির। বর্তমানে সারাদেশে লকডাউন পরিস্থিতির কারণে যেসব শিক্ষার্থী টিউশনি, পার্ট টাইম জব বা অন্য কোনও পেশার মাধ্যমে নিজের ও পরিবারের খরচ জোগাতো, তাদের সে উপার্জনের পথ বন্ধ। ফলে এই শিক্ষার্থীরা এখন পরিবার নিয়ে মানবেতর পরিস্থিতি মধ্যে দিনাতিপাত করছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেও ইবি প্রশাসন এখনও এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ নিজ প্রতিষ্ঠানের মানবেতর পরিস্থিতির শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।’

ইবি ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু  স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নানামুখী সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এখন পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ইবি প্রশাসন ছাত্রবান্ধব কোনও কর্মসূচি গ্রহণ করেনি যা সাধারণ শিক্ষার্থীদের হতাশ করেছে।’

এছাড়া, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ তহবিল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানায় সংগঠন দুটির নেতৃবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া