X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ইউল্যাবে সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১২:৩৩আপডেট : ০২ জুলাই ২০২০, ১৫:৩৫
image

মহামারীর এই স্থবিরতার সময়েও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্ বাংলাদেশ (ইউল্যাব) চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার। এর ধারাবাহিকতায় ইউল্যাব-এর সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয় হলো ১ জুলাই (বুধবার)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ইউল্যাবে সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ইউল্যাব ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‍্যাংকিং ২০২০-এ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে। কাজেই আমি মনে করি ইউল্যাবের এই সাফল্য আমাদের পুরো দেশকে, আমাদের শিক্ষাকে, শিক্ষাক্ষেত্রসহ সকলকেই গৌরবান্বিত করেছে।’ এই অর্জনে তিনি ইউল্যাবের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।   
নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনারা সৌভাগ্যবান যে এমন একটি বিশ্ববিদ্যালয়ে আজ যাত্রা শুরু করছেন যে বিশ্ববিদ্যালয়ে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক কায়সার হক, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক ইমরান রহমানের মতো দেশবরেণ্য শিক্ষক রয়েছেন।’  
শিক্ষামন্ত্রী বলেন, ‘সব সংকটের মধ্যেই অনেক সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি তার উপর নির্ভর করবে আমরা কতটা সফল হবো। পারিবারিক বন্ধনকে সমৃদ্ধ করতে আমরা এই সময়কে ব্যবহার করতে পারি, আমাদের সামাজিক মূল্যবোধের চর্চা করতে পারি। যারা অনেক প্রতিকূলতার মধ্যে আছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন তার বক্তব্যে বলেন, ‘শুধু ডিগ্রি আমাদেরকে সমাজ, জীবনে প্রতিষ্ঠা দেবে না। কর্ম আমাদের প্রতিষ্ঠা দেয়, পরিচিতি দেয়। ডিগ্রি হলো তার একটি উপকরণ।’
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ এবং জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক। তিনি শিক্ষার্থীদের এই পরিস্থিতিতে নিজেদের সুস্থতা সুনিশ্চিত করার বিষয়ে তাগিদ দেন। তিনি ইউল্যাবের সকল শিক্ষার্থীকে একতাবদ্ধ থাকার বিষয়ে উৎসাহিত করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট