X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষকের বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্তকে কটাক্ষ করার অভিযোগ

চবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৮:০৯আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্রের বিরুদ্ধে। তিনি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বহিষ্কৃত অধ্যাপক সুপ্তিকণা মজুমদারের শাস্তি কমিয়ে আনার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এই অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা চেয়ে ওই শিক্ষকের কাছে পত্র পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার ফেসবুক আইডি থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬ তম সভার সিদ্ধান্তকে কটাক্ষ করে এবং বিদ্রুপাত্মক মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করেছেন। যা চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে এই পত্র ইস্যুর তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়া অশোভন আচরণ। কর্মচারী বিধি অনুসারে এটি শাস্তিযোগ্যও। এজন্য আমরা ওই শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়েছি।

তবে অভিযুক্ত সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্র বলেন, ‘চিঠিটি আমি হাতে পেয়ে বিস্মিত হয়েছি। কারণ চিঠিতে আমি সিন্ডিকেটের কোন সিদ্ধান্তকে নিয়ে কটাক্ষ ও বিদ্রুপাত্মক মন্তব্য করেছি সে বিষয়ে কিছু উল্লেখ নেই। তাই রেজিস্ট্রার মহোদয়ের প্রেরিত চিঠিটি আমার কাছে অপূর্ণাঙ্গ মনে হয়েছে। তাছাড়া ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের কোনও ইস্যুতে কী লেখা যাবে বা কী লেখা যাবে না সে বিষয়টি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুনির্দিষ্ট কোনও নীতিমালা আছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও নীতিমালা যদি থাকে তাহলে তার একটি কপি আমাকে দিলে আমি সে নীতিমালা অনুযায়ী ফেসবুক ব্যবহারের চেষ্টা করবো।’

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬ তম সভায় পরীক্ষায় অনিয়মের অভিযোগে বহিষ্কৃত সংস্কৃত বিভাগের অধ্যাপক সুপ্তিকণা মজুমদারের শাস্তি কমিয়ে আনা হয়। এ নিয়ে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি সংবাদ ফেসবুকে শিক্ষকদের তিনটি গ্রুপে পোস্ট করেন শিক্ষক লিটন মিত্র। সুপ্তিকণা মজুমদারের বিরুদ্ধে ওই শিক্ষকই অভিযোগ উত্থাপন করেছিলেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!