X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চবি অফিসার সমিতির লাগাতার কর্মবিরতি শুরু

চবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১৬:২১আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৭:৪২

বৈষম্য নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনকে বেধে দেওয়া সময়ের মধ্যে তিন দফা দাবি মেনে না নেওয়ায় আজ রবিবার (১৮ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে চবি অফিসার সমিতি। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনার পর এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর প্রশাসন কর্তৃক কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিষয়টি নিশ্চিত করে চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রশাসনকে নির্দিষ্ট সময় দিয়েছিলাম। কিন্তু প্রশাসন ৩ নম্বর দাবি ছাড়া অন্য দাবিগুলো মেনে নেয়নি। এজন্য আজ রবিবার থেকে আমরা আবারও লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যেতে প্যান্ডেল তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন সেখানে বাধা দিয়েছে। আমাদের সিদ্ধান্ত মোতাবেক সমিতির অফিসে আমাদের কর্মসূচি চলবে।’
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর চবি অফিসার সমিতি তিন দফা দাবিতে ১১-১৩ অক্টোবর পর্যন্ত দু’ঘণ্টা করে কলম বিরতি ও ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেয়। এর মধ্যে প্রশসানের আশ্বাসে গত ১৩ অক্টোবরের কর্মসূচি স্থগিত করেছিল সংগঠনটি। সমিতির তিন দফা দাবিগুলো হলো, ১৯৭৩ সালের অ্যাক্ট বা অর্ডার বলে প্রতিষ্ঠিত ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনয়নের ব্যবস্থা গ্রহণ, প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ হতে শিক্ষকদের প্রত্যাহার ও বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সাথে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালুর ব্যবস্থা করা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা