X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দ্রুত পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:২৯

স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর স্মারকলিপিও প্রদান করে শিক্ষার্থীরা। বুধবার (২৫নভেম্বর) সকাল ৯টায় ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দ্রুত পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনে স্নাতক ও স্নাতকোত্তরের শেষ বর্ষের শিক্ষার্থীরা ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’; ‘আটক শুধু আমরাই, নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’ প্রভৃতি স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, করোনাকালের দীর্ঘ বন্ধে চূড়ান্ত পরীক্ষা না হওয়ায় স্নাতক শেষ সেমিস্টার বা স্নাতকোত্তরের শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারছেন না। ইতোমধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সার্কুলার প্রকাশিত হলেও তারা তা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হলে সেশনজটের পাশাপাশি এই সংকট থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন তারা।
স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব জয় বলেন, ‘পরীক্ষায় নির্দিষ্ট দূরত্বে এমনিতেই বসানো হয়, তাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সেই সচেতনতা আমাদের মাঝে বেশি থাকার কথা। তাই খুব দ্রুত পরীক্ষা নেওয়া হোক।’
উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা হবে ৪ নভেম্বর একাডেমিক কাউন্সিলের এক সভায় এমন নীতিগত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল বলে নিশ্চিত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। তবে, প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউকে সামনে রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে দোটানায় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা