X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে ধরা খেলো পুলিশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১২:২৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১২:৪২

আটক কনস্টেবল লতিফুজ্জামান রাজধানীতে সাধারণ ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করতে গিয়ে ধরা খেয়েছে পুলিশের এক সদস্য। শুক্রবার রাজধানীর কাওরান বাজার মোড়ে এই ঘটনা ঘটে। আটক কনস্টেবল লতিফুজ্জামানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কনস্টেবল লতিফুজ্জামান ডিএমপি ট্রাফিক জোনের উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত। কনস্টেবল লতিফুজ্জামান

ঘটনার শিকার ডিম ব্যবসায়ী আবদুল বাসির মনা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর লালবাগে ডিম সাপ্লাই দিয়ে টাকা নিয়ে তেজগাঁয় ডিমের আড়তে ফিরছিলেন তিনি। সঙ্গে ৪০ হাজার টাকা ছিল। যে ভ্যানে করে ডিম সাপ্লাই দেন সেই ভ্যানচালকও ছিলেন। এ সময় মোটর সাইকেল চালিয়ে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও এক আনসার সদস্য কাওরান বাজার মোড়ে (কাঁঠালবাগানের দিকের রাস্তায়) তাদের পথ আটকায়।

আবদুল বাসির মনা

মনা বলেন, ‘তারা আমাদের জিজ্ঞেস করে ‘কই গেছিলি? গাঁজা খাস? পকেটে গাঁজা আছে? এ সময় আমি টাকা ও পকেটে থাকা চাবি বের করলে তারা টাকা টান দিয়া মোটরসাইকেল টান দেয়। আমি পেছন থেকে আনসারের ওই সদস্যকে জাপটে ধরি। মোটরসাইকেল পরে গেলে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেই। তবে পুলিশের পোশাক দেখে অনেকেই সাহায্যের জন্য আসতে চায়নি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ এসে শাহবাগ থানায় খবর দেয়। শাহবাগ থানা পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেলেও আনসার সদস্য পালিয়ে যায়।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, কনস্টেবল লতিফুজ্জামান যে ট্রাফিক জোনের উত্তর বিভাগে কর্মরত সে ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রমনা জোনের সহকারী কমিশনার (এসি) ইহসানুল ফেরদাউস জানান, ‘ভুক্তভোগীরা দুই ছিনতাইকারীর একজনকে আনসার সদস্য মনে করলেও আমরা খবর পেয়েছি তিনিও পুলিশের কনস্টেবল এবং ট্রাফিকের উত্তর বিভাগেই কর্মরত। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

আরও পড়ুন- 


গ্রাহক ভোগান্তি লাঘবে মোবাইল ফোনের ‘প্যাকেজ’ কমানোর পরিকল্পনা

/এআরআর/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ