X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা থেকে আরও ২ তরুণ নিখোঁজ

নুরুজ্জামান লাবু
০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৬

নিখোঁজ একসঙ্গে চার তরুণ নিখোঁজ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন হওয়ার আগেই আরও দুই তরুণের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, ইমরান ফরহাদ (২০) ও সাঈদ আনোয়ার খান (১৮)।এই দুজনের মধ্যে ইমরান ফরহাদ কেয়ার মেডিক্যাল কলেজের ছাত্র। সাঈদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় রাজধানীর বনানী ও ক্যান্টনমেন্ট থানায় পৃথক দুটি  সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
এর আগে গত ১ ডিসেম্বর বনানী এলাকা থেকে এক সঙ্গে চার তরুণ নিখোঁজ হন। তারা হলেন, সাফায়েত হোসেন, জায়েন হোসাইন খান পাভেল, মোহাম্মদ সুজন ও মেহেদী হাওলাদার। এদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী।গতকাল পর্যন্ত তাদের বিষয়ে কোনও তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘নিখোঁজের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা এগুলো খতিয়ে দেখছি। এরা কিভাবে নিখোঁজ হয়েছে তা এবং কোথায় আছে তা জানার চেষ্টা চলছে।’
নিখোঁজ ইমরান ফরহাদের ফুফাতো ভাই আল-মামুন জানান, ‘ইমরান ফরহাদ মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে পড়তো। পরিবারের সঙ্গে সে মাটিকাটা এলাকার ১৪৫/এ নম্বর বাসায় থাকতো। গত ২৯ নভেম্বর সকালে মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।’

আল মামুন জানান, ‘প্রথমে তারা আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে ইমরানের খোঁজ করেন। ২ ডিসেম্বর তারা ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তারা বুঝতে পারছেন না ইমরান আসলে কোথায় গেছে বা তার কি হয়েছে। ইমরান নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা সবাই ভেঙে পড়েছে।’

মামুন জানান, ‘ইমরানের বাবার নাম আসাদুজ্জামান। তিনি প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে সে বড়। ইমরানদের পরিবার খুবই ধার্মিক। তবে তারা উগ্রপন্থা পছন্দ করেন না। ইমরান উগ্রপন্থী কোনও ধর্মীয় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হতে পারে বলে তারা বিশ্বাস করতে পারছেন না।’

এদিকে গত সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যান সাঈদ আনোয়ার খান। মঙ্গলবার সাঈদের বাবা আনোয়ার সাদাত খান বাদী হয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৪৩১। আনোয়ার সাদাত খান জিডিত উল্লেখ করেছেন, তিনি পরিবার নিয়ে বনানীর বি ব্লকের ২১ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় থাকেন। নিখোঁজ হওয়ার আগে তার ছেলের পরনে কালো প্যান্ট ও কালো জ্যাকেট ছিল। তার উচ্চতা ছয় ফুট।

পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, নিখোঁজ সাঈদ আনোয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা একজন সামরিক কর্মকর্তা বলেও জানা গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।


গত ১ ডিসেম্বর নিখোঁজ হয় এই চার তরুণ

 

চার তরুণের নিখোঁজ রহস্য কাটেনি

এদিকে গত ১ ডিসেম্বর এক সঙ্গে চার তরুণের নিখোঁজ হওয়ার রহস্য এখনও উদ্ঘাটিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই চার তরুণের অবস্থান ও নিখোঁজ হওয়ার রহস্য জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি, মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট, র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ‘পুলিশ তাদের অবস্থান ও নিখোঁজ হওয়ার রহস্য জানতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও তথ্য পাওয়া যায়নি।’

এপিএইচ/

আরও পড়ুন: 
পরিবার বিশ্বাসই করতে পারছে না!

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?