X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘অভিবাসন ক্ষেত্রে সুশৃঙ্খল বৈশ্বিক ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২০:১৪

  ঢাকায় চলছে জিএফএমডি সম্মেলন

অভিবাসন ক্ষেত্রে সুশৃঙ্খল একটি বৈশ্বিক ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ, এর জন্য বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্টের প্রস্তাব করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। শনিবার নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) সম্মেলনের প্রথম দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব একথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা কমপ্যাক্ট নিয়ে আলোচনা করছি এবং আশা করি সম্মেলন শেষে একটি দিক নির্দেশনা পাবো। গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘে কমপ্যাক্ট প্রতিষ্ঠার বিষয়ে সারা বিশ্ব একমত হয়েছে। এখন আমরা এই কমপ্যাক্টে কী কী উপাদান থাকবে তা নিয়ে আলোচনা করছি।’ বাংলাদেশ অভিবাসীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার জন্য কমপ্যাক্টে কাজ করবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে যাওয়া প্রসঙ্গে সচিব বলেন, ‘আমরা পরিবর্তিত তারিখ নিয়ে আলোচনা করছি।’ কেন সফর পিছিয়ে গেল সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘প্রধানমন্ত্রীদের অনেক অসুবিধা থাকতে পারে। আগের সফরসূচিতে সমস্যা ছিলো, সফরের তারিখটি দুই পক্ষের জন্য সুবিধাজনক ছিল না। এখন আমরা নতুন সফরসূচি নিয়ে কথা বলছি। আশা করছি, পরের তারিখটি সুবিধাজনক হবে ‘

কোনও বিশেষ কারণে সফর পিছিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও বিশেষ কারণ নেই। দুই প্রধানমন্ত্রীর কত সুবিধা-অসুবিধা থাকে। এছাড়া, তাদের অনেক সফর আছে, আমাদের অনেক সফর আছে। প্রধানমন্ত্রী জানুয়ারি মাসে দাভোসে যাবেন। সব মিলিয়ে আগের তারিখটি উপযুক্ত ছিল না।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথমে সফরসূচি ঠিক করা হলেও পরে বিশেষ কারণে তা পেছানো হয়।

/এসএসজেড/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন