X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সব প্রচেষ্টা দেশের মানুষের কল্যাণে: সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ০০:১৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০০:১৯

সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের কল্যাণের কথা চিন্তা করেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘যেকোনও প্রকল্প হাতে নেওয়ার আগে শেখ হাসিনা প্রথমে নিশ্চিত হতে চান, ওই প্রকল্প মানুষের কল্যাণে আসবে কিনা। তার সব প্রচেষ্টাই দেশের মানুষের কল্যাণের জন্য।’ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত ‘জীবনমান উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজি: ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রয়েছে বিশেষ আগ্রহ। আমাদের দেশের মানুষের জীবনমান উন্নয়নে ও আর্থসামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো প্রস্তুতি এই প্রতিষ্ঠানের আছে।’

গবেষণা ও সেবা উন্নয়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে কর্মকর্তাদের উদ্দেশে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘রাসায়নিক পরিমাপের যথাযথ মানের কারণে আমাদের দেশ থেকে অন্য দেশে রফতানির ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হয়। আরও অনেক সমস্যা আছে, যা রাসায়নিক বা বিজ্ঞানসংক্রান্ত গবেষণা ও সেবা উন্নয়নের মাধ্যমে আমরা দূর করতে পারি। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটটি উদ্বোধন করেছেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআরের সদস্য (প্রশাসন) মো. আব্দুল মাতলুব। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিজ্ঞানী ড. মালা খান। তিনি জীবনমান উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজি: ডিআরআইসিএমের প্রস্তুতিসমূহ এবং ডিআরআইসিএম’র করণীয় দিকসমূহ তুলে ধরেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

/পিএইচসি/এমও/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ