X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘আমাদের আন্দোলন চ্যানেলের বিরুদ্ধেও'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১১:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:০৭

মামুনুর রশীদ বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে প্রথমেই কথা বলেন নাট্য ব্যক্তিত্ব ও ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) সভাপতি মামুনুর রশীদ। তিনি বলেন, চলমান আন্দোলন আমাদের চ্যানেলের বিরুদ্ধেও। তিনি বলেন, ‘টেলিভিশন শিল্প সিনেমার চেয়েও বড়। একটি এক ঘণ্টার নাটকে ২০ মিনিটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিদেশে থেকে কলকুশলী আনা হয়। আবার বিপুল পরিমান অর্থ ডাউনলিংকের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। আরেকটি বিষয়, আমাদের মূল্যবোধের ওপর আক্রমণ হচ্ছে। ভারতের কিছু চ্যানেলের সিরিয়াল এটি করছে। শতকরা ৮০ শতাংশ বিচ্ছেদ হয়েছে যার প্রত্যেক্ষ-পরোক্ষ কারণ হলো ভারতীয় সিরিয়াল। সুনির্দিষ্ট দাবি, ২০০৬ সালের সরকারের আইন মানতে হবে। বিজ্ঞাপনে অত্যাচার থেকে আমাদের বাঁচাতে হবে। বিদেশি শিল্পীদেরও আনার ক্ষেত্রে আইন মানতে হবে।'

 তিনি সিনেমা ও টেলিভিশনের পার্থক্যও তুলে ধরেন।

চলছে দেশের টিভি চ্যানেলগুলোতে বিদেশি সিরিয়াল সম্প্রচার নিয়ে সংকট। সংস্কৃতি কর্মীরা ইতোমধ্যে বিদেশি সিরিয়াল সম্প্রচার বন্ধসহ নানা দাবি নিয়ে আন্দোলনও শুরু করেছেন। এই আন্দোলন ও বিদেশি সিরিয়ালের দৌরাত্মকে সামনে রেখে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী, বিজ্ঞাপনদাতাসহ টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আজ বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকির আয়োজন করা হয়েছে। 

‘বিদেশি সিরিয়াল : সংস্কৃতির আপন-পর’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার শুরু হয়েছে ১১টা ১০ মিনিট থেকে। দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টিভি চ্যানেলের শীর্ষ কর্তাব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে এতে আরও অংশ নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব ও  ‍ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, দীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফী আহমদ, গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড গাউসুল আজম শাওন, সাংবাদিক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ। এবং এ সংক্রান্ত সব নিউজ পড়তে সরাসরি বাংলা ট্রিবিউনের হোম পেইজে চোখ রাখুন। এছাড়া তথ্য পেতে নজর রাখুন বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজে।

/এম/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?