X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘১৯৫৩, ঢাকা জেলে প্রথম শহীদ দিবস’

উদিসা ইসলাম
২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১

‘১৯৫৩, ঢাকা জেলে প্রথম শহীদ দিবস’

কেমন ছিল বায়ান্নোর পরের বছরগুলোর শহীদ দিবসের দিনগুলো। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তাজা প্রাণ ঝরে গেলেও মেলেনি ভাষার স্বীকৃতি। পরের দিনই আবারও রাস্তায় নামতে হয়েছিল ছাত্রদের। রাতের অন্ধকারে গড়ে তুলতে হয়েছিল শহীদ স্মরণবেদী। টানা আন্দোলনে ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৯ মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
১৯৫২ সালে যখন সালাম, বরকত ও জব্বারের রক্তে ভেসে যাচ্ছিল রাস্তাঘাট, তখন গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাদের। ১৯৫৩ সালে প্রথম একুশে ফেব্রুয়ারির দিনটি স্মরণ করতে গিয়ে ১৯৭৩ সালের দৈনিক বাংলা পত্রিকায় ফজলুল হক লেখেন, তারা প্রথম একুশে স্মরণ করেছিলেন কারাগারে। কীভাবে তারা আয়োজন করেছিলেন তা বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে ফজলুল হক বলেন, ‘রাতে কারও চোখে ‍ঘুম নেই। সকলের মধ্যেই চাপা উত্তেজনা। জেলখানায় থমথমে ভাব। দূর থেকে স্লোগানের শব্দ ভেসে আসছে।’
সেই রাতে তারা কারাগারের ভেতরে ঘুমাতে পারেননি। ফজলুল হকের ভাষায়, ‘অমর একুশের প্রথম স্মৃতিবার্ষিকী আমরা উদযাপন করেছিলাম ঢাকা জেলে ১৯৫৩ সালে। ভাষা আন্দোলনে ধৃত যে কয়জন নিরাপত্তাবন্দি তখনও আটক, তাদের মধ্যে ছিলেন অধ্যাপক অজিত গুহ, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী, অলি আহমেদ, মোহাম্মদ তোয়াহা, পাবনার আবদুল মতিন এবং টাঙ্গাইলের শামসুল হক।’
কীভাবে কারাগারে উদযাপিত হয়েছিল সেই প্রথম একুশে ফেব্রুয়ারি বলতে গিয়ে তাদের কর্মসূচির কথা তুলে ধরেন ফজলুল হক। তারা সারাদিন উপবাস, কালো ব্যাচ ধারণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালনের সিদ্ধান্ত নেন এবং তাদের খাদ্যখরচ বাবদ জমে যাওয়া টাকা রাজবন্দিদের জন্য খরচের আবেদন জানান কর্তৃপক্ষের কাছে।
কর্মসূচি পালন প্রসঙ্গে ফজলুল হক বলেন, ‘‘কালো ব্যাজ বানানোর মুশকিল আসান করেছিলেন অজিত গুহ। একজোড়া কালো কুচকুচে মোজা ছিল সেটি কেটে ব্যাজ বানানো হয়। বেলা বাড়তেই নাজিমুদ্দিন রোড ধরে ছোট ছোট মিছিল কালো পতাকা নিয়ে পার হতে শুরু করে। রাস্তায় ওদের স্লোগান শুনে আমরা ঘর ছেড়ে বেরিয়ে আসি। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ বলে আমরাও স্লোগান দিতাম খুব জোরে। ওরা স্লোগান দিত রাজবন্দিদের মুক্তি চাই। তখন জেলখানার পাশ দিয়ে কোনও মিছিল যাওয়ার সময় এই স্লোগান দিতোই।’’
কালো পতাকা পেয়েছিলেন কিভাবে বলতে গিয়ে সেই নিজেদের পোশাকের কথাই তুলে ধরেন তিনি। ফজলুল হক বলেন, ‘তোয়াহা সাহেবের উলের একটা কার্ডিগান ছিল। সেটাকেই আমাদের কালো পতাকা বানিয়েছিলাম। মিছিল দেখলেই আমরা দৌড়ে নিচে মাঠে নেমে যেতাম। মুনীর ভাই স্লোগান দিতেন, আমরা সেই স্লোগান ধরতাম। জেলের পাঁচিলের কাছে গিয়ে যত জোরে সম্ভব স্লোগান দিতাম। আমাদের স্লোগান শুনে বাইরে মিছিলের স্লোগান আরও তীব্রতর হতো।’
দিন শেষের মন খারাপ করা বিবরণ দিতে গিয়ে ফজলুল হক লেখেন, ‘এরইমধ্যে বিকেলে অজিতদা রবীন্দ্রনাথ থেকে ভাষা ও সাহিত্য সম্পর্কিত রচনার নির্বাচিত অংশ পাঠ করেন। এভাবেই আমরা ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা জেলে বসে উদযাপন করেছিলাম।
ছবি কৃতজ্ঞতা: ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম
/ইউআই/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল