X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল কলেজছাত্রী নিহত: বাসচালককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪১

ন্যাশনাল মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
পুরান ঢাকার নয়াবাজারে বাসের ধাক্কায় বেসরকারি ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্রী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহত হন কলেজটির শেষ বর্ষের শিক্ষার্থী সাদিয়া হাসান খান (২২)। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের মা শাহীন সুলতানা জলি (৪৫)।

বাসের ধাক্কায় সাদিয়ার নিহত হওয়ার খবর পৌঁছালে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে দুপুর পৌনে ১টার দিকে পুরান ঢাকায় প্রবেশের পথ রায় সাহেব বাজার মোড় অবরোধ করে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এসময় ওই রাস্তার সঙ্গে সংযুক্ত গুলিস্তান, যাত্রাবাড়ী, সদরঘাট ও বাবু বাজার যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এসময় বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এম এ আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ঘাতক বাসচালককে গ্রেফতার করা না হলে আবার সড়ক অবরোধ করা হবে।’

সড়ক অবরোধ করে বসে আছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা

এর আগে দুপুর সাড়ে ১২টায় সাদিয়া ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল বাশার,  কোতয়ালী পুলিশের এডিসি শাহেন শাহ ছাড়াও শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, রাজশাহী থেকে ট্রেনে করে শনিবার সকালে মায়ের সঙ্গে ঢাকায় আসেন সাদিয়া। কমলাপুর স্টেশন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় কলেজের হোস্টেলে যাচ্ছিলেন তারা। পথে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে মা ও মেয়ে উভয়ই মাথায় আঘাত পান। পরে দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। আর সাদিয়ার মাকে  প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

/আরজে/এআইবি/টিআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে