X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চাইলেই বাবুল আক্তারকে গ্রেফতার করা যায় না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৬

পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক
স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গ্রেফতারের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাবুল আক্তার একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তাকে চাইলেই গ্রেফতার করা যায় না।

সোমবার বিকালে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) প্যারেড গ্রাউন্ডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী শামসুন্নাহার রহমান। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

শহীদুল হক বলেন, ‘মিতু হত্যায় জড়িতদের আমরা গ্রেফতার করেছি। কয়েক জন এনকাউন্টারে মারাও গেছে।’

মিতু হত্যায় বাবুলের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বাবুল আক্তারের বিষয়টি এখনও আমাদের কাছে অস্পষ্ট। কারণ খুনি যে ভাড়া করেছে, সেই মুসাকে আমরা এখনও গ্রেফতার করতে পারিনি। তাকে গ্রেফতার করতে পারলেই বাবুল আক্তারের বিষয়ে আমরা স্পষ্ট হতে পারবো। সিএমপি মুসাকে গ্রেফতার করতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।’

বাবুল আক্তারকে গ্রেফতার প্রসঙ্গে আইজিপি বলেন, ‘তিনি একজন অফিসার। তার বিষয়ে কংক্রিট এভিডেন্স না পেলে তো কিছু করা যায় না। মুসাকে গ্রেফতার করলেই পুরো বিষয়টি ক্লিয়ার হবে। তখন যদি বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে।’

ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছেন আইজিপি শহীদুল হক

গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুলের সাহসী ভূমিকার কারণে জঙ্গিরা মিতুকে খুন করে থাকতে পারে। হত্যাকাণ্ডের পরদিন অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন বাবুল আক্তার।

তবে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে গ্রেফতারের পর পাল্টে যায় দৃশ্যপট। অভিযোগের তির ছুটে যায় চট্টগ্রাম থেকে এসপি হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে বদলি হওয়া বাবুলের দিকে।  

স্ত্রী খুন হওয়ার পর দুই সন্তানকে নিয়ে ঢাকার বনশ্রীতে শ্বশুরবাড়িতে থাকতেন বাবুল।  গত বছরের ২৪ জুন ডিবি কার্যালয়ে দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তখন জানা যায়, বাবুল আক্তার একটি কাগজে স্বাক্ষর করেছেন। পরবর্তীতে জানা যায়, চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

তবে বাবুলের শ্বশুর অভিযোগ করেন, তাকে (বাবুল) জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। গত বছরের ১৪ আগস্ট বাবুল আক্তারের চাকরি থেকে অব্যাহতির আবেদনপত্র পাওয়ার কথা স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর ৬ সেপ্টেম্বর বাবুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েক দিন আগে বাবুল আক্তারের শ্বশুর ও শাশুড়িকে চট্টগ্রামে ডেকে তাদের সাক্ষ্যগ্রহণ করেন মামলার তদন্ত কর্মকর্তা। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে বাবুলের বিষয়ে সন্দেহের কথা জানান তার শ্বশুর মোশাররফ হোসেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকায় এসে বাবুলের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন আবার।

বাবুল আক্তার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছেন।

 

/এআরআর/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?