X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ঘাতককে রক্ষায় ধর্মঘট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৩

পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ আকস্মিক শুরু হওয়া পরিবহন ধর্মঘটে নাকাল দেশবাসী। তার ছোঁয়া লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, ‘জিম্মি করে’ দাবি আদায় কিংবা একজন ঘাতককে রক্ষায় এ ধরনের ধর্মঘট কখনোই যুক্তিযুক্ত নয়।


পরিবহন ধর্মঘটের কারণে শুধু দূরপাল্লা নয়, রাজধানীর ভেতরে ও আশপাশের এলাকার কর্মজীবী মানুষকেও চরম দুর্ভোগে পড়তে হয়েছে। মঙ্গলবার সকালে দেখা গেছে, সিটি সার্ভিসের হাতে গোনা কিছু বাস চলাচল করায় অপেক্ষমান লোকজন চড়তে পারছেন না। এ কারণে কেউ রিকশা, কেউ অটোরিকশায় গন্তব্যে যান। তবে বেশিরভাগ মানুষই গন্তব্যে যান পায়ে হেঁটে।
সাংবাদিক মাহমুদুল হাসান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ঘাতক বাঁচানোর ধর্মঘটে যেন কোনও আপোষ না করা হয়। জনগণ, রাষ্ট্র ও আইন-আদালতের বিরুদ্ধে এই ধৃষ্টতার শেষ দেখা দরকার। দেশে সরকার থাকবে, আইন থাকবে, না দুর্বৃত্তরা থাকবে এর সুরাহা হওয়া দরকার। জনগণের কষ্ট হচ্ছে। এটা মেনে নেওয়া দরকার আমাদেরই স্বার্থে। কারণ আমাদের স্বার্থেই খুনি আইন লঙ্ঘনকারী ড্রাইভারদের রাস্তায় থাকার কোনও অধিকার নেই। আর আমাদের কষ্টের পাশাপাশি ধর্মঘটের কারণে কর্মহীন থাকায় দু একদিন পরই সাধারণ ড্রাইভারদের (নেতাদের বা তাদের পরিবার পরিজনদের কোনও কষ্ট হবে না) পরিবার পরিজন বুঝতে পারবে কষ্ট কি। তখন ধর্মঘটের বারোটা বাজবে। আর এই ধর্মঘটে যারা সক্রিয়, তাদের লাইসেন্সে ঝামেলা থাকলে সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। এই সময়ে কেউ কাউকে জিম্মি করার ধৃষ্টতা দেখালে তার সমুচিত জবাব দেওয়া সরকারের নৈতিক, প্রশাসনিক দায়িত্ব।
মঞ্জুরুল আহসান বুলবুলের স্ট্যাটাস একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, রাত প্রায় নয়টা । পুলিশের ঘণ্টা বাজিয়ে চলে যাচ্ছে ভিআইপিদের গাড়ি। রাজধানীর মোড়ে মোড়ে অসহায় সাধারণ মানুষ গণপরিবহনের অপেক্ষায়। ‘ঘাতক বাঁচানোর’ ধর্মঘটে নাকাল দেশবাসী। আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট কি আদালত অবমাননা নয়?


শঙ্কর মৈত্র লিখছেন, ‘আদালতের বিচারে কারাদণ্ড হয়েছে। এর প্রতিবাদে সড়ক পরিবহনের উশৃঙ্খল শ্রমিকরা দেশের মানুষকে যে ভাবে জিম্মি করছে, তার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।…’ শঙ্কর মৈত্রের স্ট্যাটাস
সরদার আমিন মনে করেন, যদি কানাডার মতো উন্নত দেশে রোড অ্যাক্সিডেন্টে নিহত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকে, তো আমাদের দেশেও থাকতে হবে। তিনি লিখেছেন, ‘…কেবল বিখ্যাতরা নয়, সাধারণরা মরলেও দ্রুত এরকম বিচার হোক।’

মাইনুল শাহিদ লিখেছেন, এরকম পরিস্থিতি দেখেছি যুদ্ধাপরাধের মামলায় রায় দেওয়ার পর৷ আদালতের রায় অমান্য করে জামাত-শিবির হরতাল-অবরোধ দিয়ে জনজীবন অচল করে দিয়েছিল৷
কিন্তু আজ কি হচ্ছে? অপরাধীর বিচারে সাজা হয়েছে৷ আইন কি বাস চালক কর্তৃক সংগঠিত অপরাধকে বিচারের ঊর্ধ্বে রেখেছে৷ আজ সারা দেশের পরিবহন শ্রমিকরা আদালতের রায়ের প্রতি ঔদ্ধত্য দেখিয়ে কি জনদুর্ভোগ তৈরি করেছে! রাস্তায় বাস নেই৷ হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষ বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে রাস্তায়৷ এই জনতার জন্য কেউ নেই!
/ইউআই/এএআর/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?