X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘এ সময়ের অনেক নেতাকে দেখে লজ্জা লাগে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৯:৩২আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৯:৩২

পুরাতন কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের, ছবি- ফোকাস বাংলা

এ সময়ের অনেক নেতাকে দেখে লজ্জা লাগে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ সময়ের নেতারা গা বাঁচিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বিশেষ গোয়েন্দা কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করে আসেন।’

শুক্রবার (২৪ মার্চ) বিকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। রাজনীতিকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিখতে হবে। এজন্য প্রথমে স্ববিরোধীতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

নিজের কারাভোগের দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘সাড়ে ৪ বছর কারাগারে কেটেছে আমার। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ ৩০ মাস কারাভোগ করি। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৬ মাস, তারপর কিছুদিন কারাগার মেডিক্যালে এবং বাকিটা সময় কেটেছে ফরিদপুর কারাগারে।’

সর্বশেষ ১/১১ এর পর কারাবরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘কারাগার থেকে ছাড়া পেয়ে আমি বলেছিলাম, কারাগার হচ্ছে রাজনীতিবিদদের পাঠশালা। এই পাঠশালা থেকে আমি অনেক শিখেছি। তখন কারাগারে আমার সঙ্গে আরও অনেক নেতাকর্মী ছিলেন। তাদের খুব কমই শিক্ষা নিতে পেরেছেন। জেল থেকে বেরিয়ে তারা ক্ষমতার লোভে পড়ে যান। অতীতের শিক্ষার কথা মনে রাখেননি।’

তিনি বলেন, ‘কারাজীবনে অনেক কষ্ট করতে হয়েছে। কখনও কখনও কষ্টে চোখের পাতা ভিজেছে। কিন্তু আশাহত হইনি, আদর্শচ্যুত হয়নি।’

আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন, ‘এখানে প্রতিটি ছবি কথা বলছে। তাকালেই মনে হচ্ছে, ছবিগুলো শতকণ্ঠে কথা বলে উঠছে। এখানকার একেকটি ছবি হাজারও মানুষের ভাষণ থেকেও অনেক বেশি গুরুত্ব বহন করছে।’

কেন্দ্রীয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

/আরজে/এমএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস