X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২১:০৭আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:১৪

বাংলাদেশ-যুক্তরাজ্য মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ডের সঙ্গে প্রথম স্ট্র্যাটেজিক সংলাপে বসবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এ আলোচনায় সন্ত্রাসবাদ নিয়ে যে কোনও ধরনের অপ্রীতিকর প্রশ্নের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা এজেন্ডার অধীনে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ, বিমানবন্দর নিরাপত্তা, সামরিক সরঞ্জাম ক্রয় ও প্রশিক্ষণ এবং মানব পাচার বিষয়ে আলোচনা হবে।’

প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছরের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। এরপর যুক্তরাজ্যের পরামর্শে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পায় ব্রিটিশ প্রতিষ্ঠান রেড লাইন। প্রতিষ্ঠানটি সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি যাত্রীদের ব্যাগ তল্লাশি সহ বিভিন্ন আধুনিক যন্ত্র সংযোজনের পরামর্শ দিচ্ছে।

স্ট্র্যাটেজিক সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনা হবে রাজনীতি ও দ্বিপক্ষীয় ইস্যু, অর্থনীতি ও উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং বৈশ্বিক ইস্যু নিয়ে।’

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নিয়মিতভাবে স্ট্র্যাটেজিক সংলাপ আয়োজনের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হবে বলেও তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যের জটিল ভিসা প্রক্রিয়া  নিয়ে বাংলাদেশ আলোচনা করতে আগ্রহী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে অনেকেই অভিযোগ করেন, সব কাগজপত্র জমা দেওয়ার পরও যুক্তরাজ্যের ভিসা পাচ্ছেন না তারা। ভারতে ভিসা আবেদন মূল্যায়ন না করে তা যেন আগের মতো বাংলাদেশেই করা হয়, সংলাপে এ বিষয়ের ওপরে জোর দেওয়া হবে।’ 

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা ভিসার আবেদন বাংলাদেশে করলেও এর মূল্যায়ন করা হয় ভারতে। যে কারণে বাড়ছে জটিলতা এবং অভিযোগ। ভারতে মূল্যায়ন করার কারণে অনেক যোগ্য ব্যক্তি ভিসা পাচ্ছেন না বলে অভিযোগ আছে।

যুক্তরাজ্যের সঙ্গে প্রথম স্ট্র্যাটেজিক সংলাপে ব্রেক্সিট, বিমানবন্দরের নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ। এছাড়া ২০৩০ উন্নয়ন এজেন্ডা নিয়েও বাংলাদেশ আলোচনা করতে চায়।

আরও পড়ুন: 

ঢাকা-লন্ডন সংলাপ: অগ্রাধিকার পাচ্ছে ব্রেক্সিট ও বিমানবন্দরের নিরাপত্তা ইস্যু

বাংলাদেশ-যুক্তরাজ্য সংলাপ: ঢাকায় ভিসা মূল্যায়নের আহ্বান জানাবে সরকার

এসএসজেড/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা