X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রাস্তায় গাড়ির সংকট, দুর্ভোগে যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১১:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১২:০৯

রাস্তায় গাড়ির সংকট, দুর্ভোগে যাত্রীরা যাত্রীসেবা বাড়ানো ও আইন বাস্তবায়ন করতে রবিবার (১৬ এপ্রিল) থেকে বন্ধ হয়েছে গণপরিবহনে সিটিং ও গেটলক সার্ভিস। তবে এ সিদ্ধান্তে যাত্রীসেবা না বেড়ে, উল্টো সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দীর্ঘ সময় অপেক্ষা করেও কর্মব্যস্ত মানুষ গন্তব্যে পৌঁছার জন্য উঠতে পারেননি কাঙ্ক্ষিত বাসে।
অন্য যেকোনও দিনের তুলনায় আজ ঢাকার রাজপথে গণপরিবহন ছিল কম। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে যেখানে ২৫-৩০টি বাস সবসময় দেখা যেত আজ সেখানে ৫-৬টি বাস দেখা যাচ্ছে। অনেক মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। বাস যাও আসছে তাতে উপচে পড়া মানুষের ভিড়।
যাত্রাবাড়ীর চৌরাস্তায়ও একই চিত্র দেখা গেছে। সেখানেও প্রচুর যাত্রী অপেক্ষায় আছেন বাসের জন্য। সেখান থেকে কিছু লোকাল বাস ছাড়লেও তাতে জায়গা মিলছে না অপেক্ষায় থাকা যাত্রীদের। এছাড়া এ সব বাসগুলো সরাসরি গাবতলী, ফার্মগেট যাওয়াতে মতিঝিলের যাত্রীরা এ সব বাসে উঠতে পারছে না।
এদিকে গণপরিবহনে সিটিং ও গেটলক সার্ভিস বন্ধ হলেও পরিবহন শ্রমিকরা বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠছে।
মিরপুরে যাওয়ার জন্য লোকমান হোসেন নামে এক যাত্রী গুলিস্তান থেকে খাজাবাবা পরিবহনে উঠেছেন। তিনি অভিযোগ করেন, গুলিস্তান থেকে মিরপুরে যাওয়ার জন্য বাসের ভাড়া ২৪-২৫ টাকা। কিন্তু এখন বাস ভাড়া চাওয়া হচ্ছে ৩০ টাকা।
এদিকে অধিকাংশ যাত্রীরা অভিযোগ করে বলেন, সিটিং সার্ভিস বন্ধ করা হলেও আগের মতো অতিরিক্ত ভাড়াই নিচ্ছে পরিবহন শ্রমিকরা। বাসে ওঠার আগেই যাত্রীদের কাছে জানতে চাইছে কোথায় যাবো। পরে শর্ত দিচ্ছে ভাড়া কত দিতে হবে। চুক্তি করেই যাত্রীদের বাসে ওঠানো হচ্ছে।
/ওএফ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা