X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় সমন্বিত আইন চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২২:৪০আপডেট : ২২ মে ২০১৭, ২২:৪২

সংসদীয় কমিটির বৈঠক

রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সমন্বিত আইন চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

সোমবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ওয়াসা, সিটি করপোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) সমন্বয় করে পয়ঃনিষ্কাশন নালার কাজ করার জন্য বলা হয়েছে। তবে এই কাজের জন্য আইন প্রয়োজন।

এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ধরুন, কোনও জায়গায় বাড়ির নিচে খোঁড়া লাগবে। কিন্তু ওই বাড়ির মালিক কি খুঁড়তে দেবে? এজন্যই আইন দরকার।

কমিটি ঢাকা শহরের পানি দূষণ রোধে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওয়াসা, রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে কার্যকরী ব্যবস্থার প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে রাজধানী ঢাকার পয়ঃনিষ্কাশন পদ্ধতিকে ২০ ভাগ থেকে ১০০ ভাগে উন্নীত করার সুপারিশ করা হয়। এছাড়া ঢাকায় বাড়ি তৈরির সময় সেপটিক ট্যাংকের সঙ্গে পয়ঃনিষ্কাশন নালার সংযোগ না দেওয়ার সুপারিশ করে।

প্রসঙ্গত ভবন তৈরির সময় সেপটিক ট্যাংক তৈরির বাধ্যবাধকতা রয়েছে এবং বিধি অনুযায়ী এটাকে পয়ঃনিষ্কাশন নালার সঙ্গে সংযুক্ত করা যাবে না। এ বিষয়টি দেখভালের দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান-রাজউকের। অপরদিকে, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকা ওয়াসা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়ি তৈরির সময় সেপটিক ট্যাংক তৈরির বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে অগভীর সেপটিক ট্যাংক করে সেটাকে আবার পয়ঃনিষ্কাশন নালার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। আবার, অনেকে কোনও ধরনের সেপটিক ট্যাংক না করেই সরাসরি পয়ঃনিষ্কাশন নালার সঙ্গে সংযোগ দিচ্ছেন। এর ফলে প্রায়ই পয়ঃনিষ্কাশন নালাগুলো বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, বর্তমানে পয়ঃনিষ্কাশন নালাগুলো যেভাবে আছে তা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা ভেঙ্গে পড়বে এবং ঢাকা বসবাসের অনুযোগী হয়ে যাবে। এর থেকে ঢাকাকে বাঁচাতে হলে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য এ বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।

আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, মো. রহমত আলী এবং ফজলে হোসেন বাদশা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ