X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জবিতে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

জবি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ২০:২৮আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২০:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই দফা হামলায় অন্তত ১০ ছাত্রলীগ কর্মী আহত। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরের বিশ্ববিদ্যালয়ের ডায়েরি, ক্যালেন্ডার তৈরির জন্য টেন্ডার আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টার সময়ে ক্যাম্পাসের টেন্ডার জমা দিতে আসে শাখা ছাত্রলীগের সদ্যবিদায়ী সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক সিরাজ। এ সময় প্রতিপক্ষ বরিশাল-ময়মনসিংহ-গোপালগঞ্জ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা তাদের টেন্ডার জমা দিতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সিরাজের কর্মী সম্রাট, জুয়েলসহ চারজন আহত হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষের প্রতিরোধের মুখে টেন্ডার জমা দিতে ব্যর্থ হয় সাবেক সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এ ঘটনায় উভয়পক্ষে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে এসে জবি প্রক্টর নূর মোহাম্মদ ও সহকারী প্রক্টর মোস্তফা কামাল এবং তাদের ফোন পেয়ে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মওদূদ ছুটে এসে বিবদমান পক্ষদুটিকে সরিয়ে দেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুপুর ২টার দিকে ক্যাম্পাসের সামনে শরিফ-সিরাজ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢুকে প্রতিপক্ষের কর্মীদের ওপর হামলা শুরু করে। হামলাকারীদের মধ্যে শরীফের আপন ছোটভাই বহিরাগত দিদার, ওয়ারী এলাকার ইয়াবা ব্যবসায়ী নুহাসসহ ২০ থেকে ২৫ জন বহিরাগত অংশ নেয়। এতে ময়মনসিংহ গ্রুপের কর্মী শান্ত চাপাতির আঘাতে মারাত্মক আহত হন। এছাড়া পিয়াস, রাশেদসহ আরও তিন ছাত্রলীগ কর্মী আহত হন।

তবে জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে যাইনি এবং আমার পক্ষ থেকে কোনও টেন্ডার জমা দেওয়া হয়নি।’

অভিযোগ অস্বীকার করে জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও বাংলা ট্রিবিউনকে একই কথা বলেন।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সকালের ঘটনায় উপস্থিত ছিলাম। এটি তেমন বড় কোনও ঘটনা ছিল না। তবে ২টার সময় যে ঘটনা ঘটেছে তা ক্যাম্পাসের বাইরে ঘটেছে। এ বিষয়ে আমি তেমন কিছু জানি না।’

 /জেকেআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?