X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইউএস বাংলার ফ্লাইট বাতিল, ৪ ঘণ্টা উড়োজাহাজে বসে যাত্রীদের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৮

ইউএস বাংলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের তোপের মুখে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রায় ৪ ঘণ্টা উড়োজাহাজে বসে থেকে ক্ষোভ জানান যাত্রীরা। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের হস্তক্ষেপের পর যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে আসেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এদিন ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইটটির সৈয়দপুরে যাওয়ার নির্ধারিত সময় ছিল বিকাল ৪টা ৫০ মিনিট। যাত্রীরা শেষ পর্যন্ত রাত ৯টার দিকে উড়োজাহাজ থেকে নেমে যান।

জানা গেছে, ৬৪ জন যাত্রী নিয়ে মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটির সৈয়দপুরের পথে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীদের নিয়ে ২০ মিনিট দেরি করে বিকাল ৫টা ১০ মিনিটে ফ্লাইটটি রানওয়ের দিকে এগিয়ে গেলে সে সময়ে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের জন্য অপেক্ষমান থাকায় ইউএস বাংলার ফ্লাইটি উড্ডয়নের অনুমতি দেয়নি শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীরা অভিযোগ করছেন, বোডিং কার্ড ইস্যু শেষে উড়োহাজাজে যাত্রীরা ওঠার পর ইউএস বাংলার কর্মীরা জানান, ফ্লাইটি যেতে পারবে না। সন্ধ্যা ৬টার পরে সৈয়াদপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকাকে তারা কারণ হিসেবে তুলে ধরেন। এসময় এয়ারলাইন্সটির কর্মকর্তারা যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে যেতে বললে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আর্মড পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টকে অবহিত করেন। রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ উড়োজাহাজে গিয়ে যাত্রীদের অভিযোগ শোনেন। পরে যাত্রীদের তারকা মানের হোটেলে রাখা ও সকালে সাড়ে ৭টায় বিশেষ ফ্লাইটে সৈয়দপুর নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া, প্রত্যেক যাত্রীকে সৈয়দপুরের জন্য ছয় মাসের উন্মুক্ত টিকিটে দিতেও ইউএস বাংলা এয়ারলাইন্সকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে দেশের অভ্যন্তরে যেসব বিমানবন্দরে রাত্রিকালীন ফ্লাইট পরিচালনা সম্ভব নয়, সেসব রুটে ৩টার মধ্য ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

ইউএস বাংলার বাতিল হওয়া ফ্লাইটে ছিলেন রংপুর চেম্বার অ্যান্ড কর্মাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উড়োজাহাজে যাত্রীরা ওঠার পর আমাদের জানানো হলো, উড়োজাহাজটি যেতে পারবে না। কারণ সেই সময়ে তারা ফ্লাইটি ছাড়লে সৈয়দপুর থেকে উড়োজাহাজটি ফিরে আসতে পারবে না। এয়ারলাইন্সের কর্মকর্তারা বিষয়টি আগে আমাদের জানালে এমন পরিস্থিতি হতো না। তারা আগে থেকে জেনেও যাত্রীদের যথাসময়ে না জানানো এক ধরনের প্রতারণা।’

এ প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট) মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টার পরে অবতরণের বিধিনিষেধ না থাকলে ফ্লাইটটি যাত্রীর নিয়ে সৈয়দপুরে যাত্রা করত। পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণ শেষে ফের সৈয়দপুরে যাত্রার মতো সময় ছিল না। আমরা যাত্রীদের জন্য বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছি। তাদের হোটেলে থাকার ব্যবস্থা করেছি।’

এ প্রসঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বলেন, ‘যাত্রীদের অভিযোগ ছিল, তাদের আগে থেকে না জানিয়ে উড়োজাহাজে ওঠার পর ফ্লাইট বাতিলের কথা জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে পরে আমর্ড পুলিশ ঘটনটি জানালে আমি রাত পৌনে ৯টার দিকে উড়োজাহাজে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলি। পরে রাত ৯টার দিকে যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে আসেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘প্রত্যেক যাত্রীকে ছয় মাসের জন্য সৈয়দপুরের একটি করে উন্মুক্ত টিকিট দিতে ইউএস বাংলা এয়ারলাইন্সকে বলা হয়েছে। এছাড়া, যাত্রীদের তারকা মানের হোটেলে রাখা ও সকালে সাড়ে ৭টায় বিশেষ ফ্লাইটে সৈয়দপুর নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দেশের অভ্যন্তরে যেসব বিমানবন্দরে সন্ধ্যা ৬টার পরে ফ্লাইট পরিচালনা সম্ভব নয়, সেসব রুটে ৩টার মধ্য ফ্লাইট পরিচালানা জন্য বলা হয়েছে।’

 

/সিএ/টিআর/আপ-এনআই
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র